বিজেপিতে যাচ্ছে না সব্যসাচী,সুজিত কে চাপে রাখতে কি মন্ত্রী হয়ছে,জল্পনা তুঙ্গে

উদয়ন বিশ্বাস- সাম্প্রতিক রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে অন্যতম বিষয় হয়ে উঠেছিল বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত মেয়র পদ থেকে পদত্যাগ, কারণ শুরুটা হয়েছিল লোকসভা ভোটের আগে হঠাৎই বিধাননগরের সব্যসাচীর বাড়িতে গিয়ে হাজির হয় বিজেপি নেতা মুকুল রায়, তারপরেই জল্পনা শুরু হয় তাহলে কি সব্যসাচী বিজেপিতে যাচ্ছে?

তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল কিন্তু সব্যসাচী তার অবস্থান এখনও পারেনি কিন্তু তিনি বারবারই চেষ্টা করেছেন কারোর কাছে মাথা নত না করতে, এরপর আবার মুকুলের সাথে তিনি দেখা করেন এবং জল্পনা বাড়িয়ে রাখেন লোকসভা ভোটের পর তার পাসের বিধানসভায় রাজ্যের মন্ত্রী সুজিত বোস কে একহাত নিয়েছিলেন সব্যসাচী এবং বলেছিলেন যে নিজের এলাকায় জিততে পারে না, সে কি করে অন্যের সমালোচনা করে।

images 50

এরপর এই একটা সময় বোঝা যাচ্ছিল যে হয়তো সব্যসাচী বিজেপিতে যোগদান করবেন কিন্তু তিনি এখনো যে তার অবস্থান প্রশ্ন করেনি কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে সব্যসাচী বিজেপিতে যাচ্ছেন না অর্থাৎ তিনি তৃণমূল থাকবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কথা হয়েছে, সেখানে মন্ত্রিত্ব পেতে পারে সব্যসাচী।

মেয়র পদ থেকে অপসারণের পর সব্যসাচী তৃণমূলের থেকে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সব্যসাচী বলেছেন আমি এখনো তৃণমূলের বিধায়ক ও কাউন্সিলর
এখনো দল ছাড়িনি। তৃণমূলের কাছে যথেষ্ট কোণঠাসা হয়ে যায় সব্যসাচী, কোন দিকে যাবে সেই নিয়ে যখন জল্পনা হচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে সব্যসাচী তৃণমূলে থাকছে, কারণ তাকে মন্ত্রী করা হতে পারে,

 

তাহলে সব্যসাচী মেয়র পদ থেকে পদত্যাগ করলেন উঠছে প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলের দাবি তার চিরপ্রতিদ্বন্দ্বী রাজ্যের মন্ত্রী সুজিত বোস কে চাপে রাখতেই তিনি এই নয়া কৌশল অবলম্বন করলেন। এখন দেখার বিষয় যদি সব্যসাচী মন্ত্রিত্ব দেওয়া হয় তাহলে তিনি মন্ত্রিত্ব নিয়ে সুজিত বসু কে কি চাপে রাখতে চাইবেন। এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু যদি মন্ত্রীত্ব পায় তাহলে তিনি তৃণমূলের থাকছেন বলে জানা গেছে।

IMG 20190901 WA0096

বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিজেপি নেতৃত্ব সব্যসাচী কে নিয়ে আর কোনো ইতিবাচক ভূমিকা নিতে না রাজ। যেভাবে বারবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। ফলেই সব্যসাচীকে নিয়ে আর বিজেপি সিদ্ধান্ত নেবেন না বলে এটাও জানা গেছে। এদিকে সব্যসাচীর গনেশ পুজোতে বিজেপি নেতা মুকুল রায় উদ্বোধন করতে পারে বলে জানাগেছে। তা হলে কোন পথে সব্যসাচী তা সময় ই বলবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর