লোকসভা নির্বাচনের শুরুর সময় থেকেই বিজেপি নেতৃত্বদের সঙ্গে লুচি আলুরদমের নৈশভোজের পর একপ্রকাশ সন্দেহ হয়েছিল বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তর দল ছাড়া নিয়ে। লোকসভা ভোট মেটার পর থেকে সেই সন্দেহ এক ধাপ করে সত্যিই হতে থাকে। এরপর দলের আনা অনাস্থা প্রস্তাব ও পদ থেকে ইস্তফা দেওয়ার পর মুকুলের সঙ্গে সব্যসাচীর সাক্ষাতকার নিয়েও তাঁর দলবদল নিশ্চি হয়েছিল। তবে সব্যসাচীর বাড়িতে গণেশ পুজোয় যেভাবে ততপরতার সঙ্গে বিজেপি হেভিওয়েট নেতৃত্বরা এসে যোগ দিয়েছিলেন তাতে তো আর কোনো কথাই হতে পারেনা। তবে সাংসদ অর্জুন সিংকে হাসপাতালে দেখতে গিয়ে বিজেপিতে যোগাদানের জল্পনাকে একেবারেই নিশ্চিত করলেন সব্যসাচী দত্ত। আনুষ্ঠানিক ভাবেই খালি যোগ দিতে বাকি আছে, এমনটাই বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বদের একাংশ।
সোমবার রাতেই ব্যারাকপুরের আহত বিজেপি সাংসদকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। হাসপাতালে বেশ কিছুক্ষণ দুজনের কথাও হয়। সেই সময় অর্জুন সিং তাঁর হেনস্থার জন্য চক্রান্তের অভিযোগ আনেন। বেশ কিছুক্ষণ শারীরিক সমস্যা নিয়ে কথাবার্তার পর বাড়ি ফিরে যান সব্সাচী।
ব্যাস সব্যসাচীর অর্জুনকে দেখতে যাওয়ার খবর চাউর হতে না হতেই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার খবর খুঁজে পাচ্ছেন অনেকেই। উল্লেখ্য, সোমবারই দিলীপ ঘোষ রাজ্য সরকারের আট বিধায়কের বিজেপিতে যোগদানের কথা জানিয়েছিলেন। সেই তালিকায় দেবশ্রী ও সব্যসাচী একেবারে নিশ্চিত বলেই ধরে নিয়েছিলেন অনেকে। এবার শুধু ধরে নেওয়াই নয় বিজেপিতে যোগ দিচ্ছেনই সব্যসাচী এমনটাই বলছেন অনেকে।কিন্তু অনেকেই আবার বলছেন তিনি নাকি দু নৌকায় পা দিয়ে নিজের কাজ হাসিল করার চেষ্টা করছেন। কারণ, পদ থেকে ইস্তফা দেওয়া সময় তিনি দল ছাড়েননি। বরং দলের হয়ে কাজ করার আশ্বাস দিয়েছিলেন। যদিও তা কতটা যুক্তিযুক্ত তা বলবে সময়ে।