বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ দিনের জল্পনা উস্কে অবশেষে মঙ্গলবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা নেন সব্যসাচী দত্ত৷ বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র মন্ত্রী এখন থেকেই তৃণমূলের প্রাক্তন৷ একই সঙ্গে এ দিন দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন সব্যসাচী দত্ত৷ বিজেপিতে যোগদান করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি র শীর্ষ নেতৃত্ব অমিত শাহের দিকে এগিয়ে যান সব্যসাচী দত্ত, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের জন জাগরণের মঞ্চে অমিত শাহের পা ছুঁয়ে প্রণামও করেন তিনি৷
এর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে বরণ করেন সব্যসাচী দত্ত৷ এর পর বিজেপি নেতৃত্বদের বরণ করা হলে জন জাগরণের মঞ্চে দাঁড়িয়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া সব্যসাচী দত্ত বক্তব্য রাখতে শুরু করেন৷ বক্তব্যের শুরুতেই প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মকাণ্ডের জন্য প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান সব্যসাচী দত্ত৷ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং বিদেশ নীতির ভূয়সী প্রশংসা করেন তিনি তারপর মোদী তাঁর কাছে বিশেষ সম্মানীয় ব্যক্তি বলে জানান তিনি৷
এর পাশাপাশি এদিনের সভা মঞ্চ থেকেই কাশ্মীর উপর থেকে বিশেষ ধারা প্রত্যাহার নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকেও স্বাগত জানান তিনি৷ তবে শুধুমাত্র কাশ্মীর ইস্যু নয় পশ্চিমবঙ্গকেও তাঁর বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন তিনি৷ তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে কাশ্মীরকে ঠান্ডা করার পর বাংলাকে ঠান্ডা করার আবেদন জানিয়েছেন তিনি পাশাপাশি বাংলা যেন পাকিস্তান না হয়ে যায় তার জন্য বাংলায় ইআরসি করা অবশ্যই প্রয়োজন বলে মনে করেন তিনি, তাই তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বঙ্গে এনআরসি চালুর দাবি জানিয়েছেন তিনিই৷
কাল তৃণমূলের লোক ছিলেন কিন্তু আজ তিনি প্রাক্তনী৷ যদিও দলে থেকেই দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য বেশ কয়েকবার করেছিলেন সব্যসাচী দত্ত৷ তাই দল বদল করার পরই তৃণমূলের বিরুদ্ধে তাঁর যাবতীয় ক্ষোভ উগরে দেওয়া নিয়ে বিশেষ হতাশ হওয়ার কিছু নেই বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷