বাংলাহান্ট ডেস্ক: মঙ্গলবার বেলা গড়াতেই সোশ্যাল মিডিয়া তোলপাড় হয় একটি খবরে। করোনা (corona) আক্রান্ত হয়েছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। অভিনেতার পরিবারের তরফে কিছু না জানানো হলেও ফিল্ম ফেয়ারের অফিশিয়াল টুইটার পেজে জানানো হয় এই খবর।
ফিল্ম ফেয়ারের তরফে জানানো হয় করোনা আক্রান্ত হয়েছেন মিঠুন চক্রবর্তী। বলা হয় আপাতত হোম কোয়ারেন্টাইনেই থাকবেন মিঠুন। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন তিনি। খবর ভাইরাল হতেই উত্তেজনা তুঙ্গে ওঠে। অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করতে থাকে তাঁর অনুরাগীরা।
গত মাসের শুরুর দিকেই জোর কদমে বিজেপির হয়ে প্রচার শুরু করে দিয়েছিলেন মিঠুন। গেরুয়া শিবিরের প্রার্থীদের হয়ে রাজ্যের এ মাথা থেকে ও মাথা প্রচার করে বেরিয়েছেন তিনি। প্রতিটি সভা, র্যালিতেই বাঁধভাঙা ভিড় চোখে পড়েছে ভক্ত ও সমর্থকদের। মনে করা হয়েছিল করোনা পরিস্থিতিতে এসবের জেরেই আক্রান্ত হয়েছেন মিঠুন।
কিন্তু পরে জানা গেল আসলে গণ্ডগোলটা অন্য জায়গায়। অভিনেতা নিজেই জানালেন, তিনি করোনা আক্রান্ত হননি। একেবারে সুস্থ রয়েছেন তিনি। তবে ফিল্ম ফেয়ার এমন ভুল কিভাবে করল? উঠছিল প্রশ্ন।
এরই মাঝে জানা যায়, সব্যসাচী চক্রবর্তীর (sabyasachi chakraborty) স্ত্রী মিঠু চক্রবর্তী (mithu chakraborty) আক্রান্ত হয়েছেন করোনা। আসলে দুজনের নাম একই রকম হওয়াতেই বেঁধেছিল গণ্ডগোল। জানা গিয়েছে, জ্বরের পাশাপাশি কিছু করোনার উপসর্গও রয়েছে মিঠু চক্রবর্তীর। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
টলিউডের অন্যতম পরিচিত মুখ মিঠু চক্রবর্তী। গানের ওপারে, বধূবরণ, অগ্নিপরীক্ষার মতো বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি তেরে নাম, এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরিতেও দেখা গিয়েছিল তাঁকে।