বাংলা হান্ট ডেস্ক: হল অফ ফেম সম্মান প্রদানের জন্য আইসিসি কে কিছু নিয়ম পালন করতে হয়। যেমন- সংশ্লিষ্ট ক্রিকেটারকে পুরস্কার গ্রহণের অন্তত পাঁচ বছর আগে অবসর নিতে হবে। সচিন তেন্ডুলকর অবসর নিয়েছিলেন ২০১৩ সালে।অবসরের প্রায় ছয় বছর পর আইসিসির এমন সম্মান পেলেন সচিন।
ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসির হল এফ ফেম-এ এবার জায়গা করে নিলেন সচিন তেন্ডুলকর। লন্ডনে আইসিসির এক অনুষ্ঠানে মাস্টার ব্লাস্টারকে এই সম্মানে ভূষিত করা হয়।
সচিন ছাড়াও অ্যাল্যান ডোনাল্ড ও ক্যাথরিন ফিৎজপ্যাট্রিক হল অফ ফেম-এ ভূষিত হন এই অনুষ্ঠানে।
প্রায় ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন সচিন। আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরণের ফরম্যাটে সর্বোচ্চ রানের অধিকারী তিনি।আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরানের মালিক মাস্টার ব্লাস্টার।
এর আগে বিষেণ সিং বেদি, সুনীল গাভাসকর, কপিল দেব, অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড় আইসিসির হল অফ ফেম-এ জায়গা করে নিয়েছিলেন। রাহুল দ্রাবিড় গত বছরই আইসিসির হল অফ ফেম-এ জায়গা করে নিয়েছিলেন। এবার ছিল মাস্টার ব্লাস্টার এর পালা।