মাস্টার ব্লাস্টার নিজেই জানালেন কোন দুই ক্রিকেটার ছিলেন তার ব্যাটিং অনুপ্রেরণা

বাংলা হান্ট ডেস্কঃ কিংবদন্তি শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar)। যার ব্যাটে মুগ্ধ কোটি কোটি ক্রিকেটপ্রেমী। যিনি ব্যাট হাতে বদলে দিয়েছেন অনেক ম্যাচের ভাগ্য। শচীন টেন্ডুলকার যখন ক্রিকেট শুরু করেছিলেন অর্থাৎ শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারের শুরুর দিকে শচীন তেন্ডুলকর এর কাছেও কেউ না কেউ ছিল তার অনুপ্রেরণা। কিন্তু কে সেই ব্যক্তি যিনি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের অনুপ্রেরণা ছিলেন? এবার সেই কথা নিজের মুখে জানালেন মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার।

মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার জানিয়েছেন সেই সময় অনেকেই হয়তো ভালো ক্রিকেট খেলত কিন্তু আমার কাছে অনুপ্রেরণা ছিল মাত্র দুজন। তারা হলেন প্রাক্তন ভারত ওপেনার সুনীল গাভাস্কার (Sunil gavaskar) এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসন (Viv Richardson)।

26560558773e46ce6363dfb28f2da404cc24bdb73d222aa3f1eb69c3ff85efe76ea83a3d5

একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এসে সচিন তেন্দুলকার জানিয়েছেন আমি যখন ছোট ছিলাম তখন থেকেই ভেবে নিয়েছিলাম ক্রিকেট খেলব এবং দেশের হয়ে ক্রিকেট খেলা এবং দেশকে ম্যাচ জেতানো ছিল আমার ছোটবেলার স্বপ্ন। ছোট থেকে আমি ক্রিকেট খেলাকে প্রচন্ড ভালোবাসতাম এবং দুজন ছিল আমার কাছে অনুপ্রেরণা। তারা হলেন একজন আমার নিজের দেশের সুনীল গাভাস্কার যার ব্যাটিং বারবার আমাকে অনুপ্রাণিত করত। অপরদিকে আরেকজন হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসন। এই দুজনের খেলা দেখে আমি বড় হয়েছি এবং এদের খেলা দেখেই ক্রিকেটের প্রতি আমার আকর্ষণ আরও বহুগুণ বেড়ে গিয়েছে। সেই সাথে শচীন জানালেন আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা যিনি ছিলেন তিনি হলেন আমার বাবা রমেশ টেন্ডুলকার।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর