অনুর্দ্ধ 19 বিশ্বকাপ ফাইনালে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল সেটা নিয়ে আগেই সমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেটের বেশ কয়েকজন কিংবদন্তি। সমালোচনা করতে দেখা গিয়েছে বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব, মোহাম্মদ আজহারউদ্দিনের মত প্রাক্তন ক্রিকেটারদের। আর এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি যে এই বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সেটাই প্রকাশ পেল তার ভাষায়।
9 ই ফেব্রুয়ারি 2020 ছিল অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনাল। সেই ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরে দেখা যায় ভারত এবং বাংলাদেশ দুই দলের ক্রিকেটাররা বাদানুবাদ থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সম্পূর্ণ ঘটনাটি ঘটে ফিল্ড আম্পায়ারদের উপস্থিতিতেই। সেই সময় পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় দুই দলের কোচ এবং সাপোর্টিং স্টাফদের। আর তারপর আইসিসির তরফে পুরো ঘটনাটি নজরবন্দি করা হয়, ভিডিও ফুটেজ দেখে ভারতের দুই এবং বাংলাদেশের তিন ক্রিকেটারকে শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
ঘটনার দুই সপ্তাহ পর কিংবদন্তী শচীন টেন্ডুলকার বলেন যে সমস্ত ক্রিকেটাররা সেই সময় মাঠে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাদের এটা মনে রাখা উচিত যে তারা যেটা করছে সেটা সেই মুহূর্তে গোটা বিশ্ব দেখছে। তাদের এমন কোন কাজ করা উচিত নয় যেটাই তাদের দল এবং দেশের অসম্মান হয়। সেই সাথে শচীন টেন্ডুলকার জানিয়ে দিয়েছেন ক্রিকেট মাঠের ব্যাটিং বা বোলিং করার সময় আগ্রাসন দেখানো যেতেই পারে, তবে মনে রাখতে হবে সেটা যাতে সেখানে সীমাবদ্ধ থাকে। এবং অগ্রাসন দেখানোর জন্য কখনোই হাতাহাতিতে জড়ানো বা খারাপ শব্দ প্রয়োগ করা উচিত নয়, কারণ ক্রিকেট হল ভদ্র লোকের খেলা। এটা এখন থেকেই এদের শেখা উচিত কারণ এরাই হলো ভবিষ্যতের তারকা।