বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ (India- Australia Test Series)। ইতিমধ্যেই এই টেস্ট সিরিজ নিয়ে উন্মাদনা শুরু হয়েছে ক্রিকেটমহলে। তবে এই উন্মাদনায় কিছুটা হলেও ভাটা পড়েছে প্রথম টেস্ট ম্যাচ খেলে বিরাট কোহলির দেশে ফিরে আসার জন্য।
ভারত-অস্ট্রেলিয়া অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সিরিজের বাকি তিনটি ম্যাচে বিরাট কোহলিকে পাবে না টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে। অনেকেই আবার বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন। এমন পরিস্থিতিতে বিরাট কোহলির পরিবারের পাশে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বেশ কয়েকজন।
এবার সিরিজের মাঝপথে বিরাট কোহলির দেশে ফিরে আসা নিয়ে মন্তব্য করলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সচিন তেন্দুলকার বললেন, “বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার সিরিজের মাঝপথে দেশে ফিরে এলে সেটা অবশ্যই চিন্তার। বিরাট কোহলি না খেললে এই টেস্ট সিরিজে এক বিশাল শূন্যতা তৈরি হবে। তবে এই সিরিজে বিরাট কোহলির না খেলাটা একটা সুযোগ হয়ে উঠতে পারে দেশের তরুণ ক্রিকেটারদের কাছে। বিরাট কোহলির অবর্তমানে কোন একজন তরুণ ক্রিকেটার এই সিরিজে সুযোগ পাবেন। তার উচিত সেই সুযোগটি ভালোভাবে কাজে লাগানো।”