বাংলাহান্ট ডেস্কঃ ক্ষমতায় ফেরার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস (congress) শিবির। কিন্তু তার মধ্যেই আশঙ্কার কালো মেঘ আবার গ্রাস করছে কংগ্রেসকে। এই পরিস্থিতিতে একদিকে যখন কানহাইয়া কুমার, জীগনেশ মেবানিরা কংগ্রেসের খাতায় নাম লিখিয়ে এই দলকে তুলে ধরার চেষ্টা করছে, সেইসময় অন্যদিকে দল ছাড়ার তোরজোড় করছেন এক তরুণ নেতা, এমনটাই খবর পাওয়া গিয়েছে।
সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিতে পারেন রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট (Sachin Pilot)। রাজস্থান বিজেপির (BJP) সভাপতি এপি আব্দুল্লাকুট্টির (AP Abdullakutty) এক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
সচিন পাইলটের নামে এমন জল্পনা নতুন কিছু নয়। আগেও একবার মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছিলেন সচিন পাইলটের বিধায়করা। সেইসময়ও সচিন পাইলটকে ঘিরে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, তিনি দল ছাড়েননি।
তবে সচিন পাইলটের কংগ্রেস ছাড়ার জল্পনা তৈরি করেছেন এপি আব্দুল্লাকুট্টি। তিনি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘একজন যোগ্য পাইলট হলেন সচিন পাইলট। আমি আশাবাদী, ভবিষ্যতে উনি ঠিক বিজেপির হাত ধরবেন’।
প্রসঙ্গত, সদ্য সিপিএমের (cpim) সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসের (congress) হাত ধরেছেন প্রাক্তন বাম নেতা কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। কংগ্রেসে যোগ দেওয়ার আগেই, বিহারে সিপিআই রাজ্য অফিস থেকে তাঁর লাগানো এসিও খুলে নিয়ে যান কানহাইয়া কুমার।
আর তাঁর এই দলবলদের অণুপ্রেরণা হিসেবে সামনে রেখেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। রাহুল গান্ধীকে দেখেই তাঁর কংগ্রেসে যোগ দেওয়া বলেও জানান তিনি।