বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট (Sachin Pilot) আজ অমিত শাহ (Amit Shah) এর সাথে দেখা করে বিজেপিতে (Bharatiya Janata Party) যোগ দিতে পারেন বলে সুত্রের খবর। ওনার কাছে কংগ্রেসের ৩০ জন বিধায়ক এবং কয়েকজন নির্দলীয় বিধায়কের সমর্থন আছে বলে জানা গিয়েছে। রাজ্যে গেহলটের সরকার ভেঙে নতুন সরকার বানানোর জন্য যেই সংখ্যা চাই, সেটা বিজেপির কাছে নেই আপাতত। কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার জন্য কমপক্ষে ৩৫ জন কংগ্রেস বিধায়ককে ইস্তফা দিতে হবে। বিজেপির সরকার বানানোর জন্য কংগ্রেসের কমপক্ষে ২৮ জন বিধায়কের সাথে ১৩ জন নির্দলীয় বিধায়ককে পাশে নিতে হবে।
রাজস্থানে কংগ্রেসের কাছে নিজেদের ১০৭ জন বিধায়কের সাথে সাথে ১৩ জন নির্দলীয় বিধায়কের সমর্থন আছে। আর বিজেপির কাছে নিজেদের ৭২ জন এবং আট জন সহযোগী বিধায়ক আছে। ২০০ বিধায়কের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ১০১ জন বিধায়কের সমর্থন দরকার। ১০৭ জন কংগ্রেসের বিধায়কের মধ্যে যদি ৩৫ জন বিধায়ক ইস্তফা দেন, তাহলে কংগ্রেসের সংখ্যা ৭২ এ নেমে যাবে। এছাড়াও ১৩ জন নির্দলীয় বিধায়ক কংগ্রেসকে সমর্থন করছেন, ওই ১ জনকে ধরে কংগ্রেসের বিধায়কের সংখ্যা ৮৫ দাঁড়াবে।
আরেকদিকে বিজেপির ৭২ এবং ৮ জন সহযোগী বিধায়ক নিয়ে মোট ৮০ জন বিধায়কের সমর্থন আছে। এরমধ্যে সচিন পাইলটের সমর্থনকারী ৩০ জন বিধায়ক যদি বিজেপিতে যোগ দেন, তাহলে বিজেপির বিধায়কের সংখ্যা ১১অ হয়ে যাবে। যেটা সরকার গড়ার জন্য যথেষ্ট। এছাড়াও সচিন পাইলটের সাথে কয়েকজন নির্দলীয় বিধায়ক যোগাযোগ রাখছেন বলে খবর। তবে বিজেপিকে সরকার গড়তে হলে কমপক্ষে ২১ জন বিধায়ককে নিজের দলে টানতেই হবে।
আপনাদের জানিয়ে দিই, সচিন পাইলট আর অশোক গেহলটের মধ্যে প্রথম থেকেই মনোমালিন্য চলছিল। রাজস্থানে কংগ্রেসের সরকার গড়ার পর থেকেই দুজনের মধ্যে মতবিরোধ সামনে এসেছিল। এমনকি রাজ্য সরকারের বিভিন্ন কাজে ছাপানো ব্যানার, পোস্টারে মুখ্যমন্ত্রী অশোক গেহটের ছবি থাকলেও, থাকত না উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলটের ছবি। আর তখন থেকেই সচিন পাইলটকে নিয়ে আশঙ্কার মেঘ দানা বেঁধেছিল।