এবার সচিনের হয়ে ব্যাট ধরলেন যুবরাজ, ১৮ বছর আগে দ্রাবিড়ের নেওয়া সিদ্ধান্ত নিয়ে তুললেন প্রশ্ন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০০৪ সালের ২৯ শে মার্চ। ভারতীয় ভক্তদের কাছে দিনটি খুব বিশেষ। ওই নির্দিষ্ট দিনে পাকিস্তানের বিরুদ্ধে সেই দেশের মাটিতে নিজের কেরিয়ারের প্রথম ত্রিশতরান করেছিলেন। কিন্তু ওই একই দিনে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে আরও একটি দ্বিশতরান করার সুযোগ পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার। কিন্তু তিনি ১৯৪-এ ব্যাটিং করার সময় দলীয় স্কোর ৬৭৫ এ ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নেন তৎকালীন অধিনায়ক রাহুল দ্রাবিড়।

সেই নিয়ে কম জলঘোলা হয়নি। সচিন নিজেও শিকার করেছিলেন যে তিনি মারাত্মক ক্ষুব্ধ হয়েছিলেন। যদিও পরে নিজের রাগ দমন করে মাঠে ফেরত এসেছিলেন তিনি। এতদিন পরে আবার রাহুল দ্রাবিড়ের সেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলের নায়ক যুবরাজ সিং।

   

Sachin Tendulkar 2

সচিনের পাশে দাঁড়িয়ে যুবরাজ বলেছেন, “সচিনকে সেই দ্বিশতরানটি পূর্ণ করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল। তিনি ২০০ করলেই ইনিংস ডিক্লেয়ার করে আমরা ৮-১০ ওভার বল করার জন্য নামতে পারতাম। তাতে ম্যাচের ফলাফলে কোনও প্রভাব দেখা যেত বলে আমার মনে হয় না।”

মুলতানে যুবরাজ নিজেও সেই ম্যাচে মাঠে ছিলেন। সেইদিন তিনি তারা টেস্ট কেরিয়ারে প্রথম অর্ধশতরানটি করেছিলেন। বেশ আগ্রাসী মেজাজে ব্যাট করতে করছিলেন তিনি। সচিনের সাথে গড়েছিলেন একটি বড় পার্টনারশিপ। কিন্তু তিনি ৬৬ বলে ৫৯ রান করে ইমরান ফারহাতের বলে কট অ্যান্ড বোল্ড হতেই দ্রাবিড়ও ইনিংস ডিক্লেয়ার করেন। সচিন তখম ১৯৪-এ নট আউট। তার আগে ৩৭৫ বলে ৩০৯ রানের ইনিংস খেলেছিলেন সেওবাগ।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর