বুমরা, শামি নন! এই প্লেয়ারকে ভারতের সর্বশ্রেষ্ঠ ডেথ ওভার বোলারের তকমা দিলেন সচিন টেন্ডুলকার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মহম্মদ শামি এবং যশপ্রীত বুমরাকে এইমুহূর্তে ভারতের সেরা দুই পেসার হিসাবে গণ্য করা হয়। তবে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারের মতে ডেথ ওভারগুলিতে হর্ষল প্যাটেলের পারফরম্যান্স তাদের চেয়ে কোনও অংশে কম নয়। সচিন টেন্ডুলকার বলেছেন যে হর্ষল প্যাটেল তার ঝুলিতে মজুত ভেরিয়েশনগুলি খুব সুন্দরভাবে ব্যবহার করে থাকেন, যে কারণে ৩১ বছর বয়সী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পেসার হর্ষল প্যাটেল আইপিএলের গত কয়েক মরশুমে এত ভাল পারফরম্যান্স করছেন।

হর্ষল প্যাটেল আইপিএল ২০২১-এ ১৫ ম্যাচে ৩২ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন। শেষবারের মতো আইপিএল মরশুমে বিরাট কোহলির নেতৃত্ব দেওয়া দলের অংশ হিসাবে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। তার গতবারের উইকেটসংখ্যা আইপিএলে এক মরশুমে নেওয়া সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

Harshal Patel PTI Image

 

নতুন মরশুম শুরুর আগে, তাই তার ওপর বড় অংকের টাকা খরচ করে তাকে দলে নিয়েছে আরসিবি। প্রতিভাবান মিডিয়াম পেসার আগের বারের মতো ফর্মে না থাকলেও ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তার দলকে ভালোই সার্ভিস দিয়েছেন।

তার ওপর মুগ্ধ হয়ে সচিন টেন্ডুলকার বলেছেন, ‘প্রতি ম্যাচেই হর্ষল প্যাটেলের বোলিংয়ে উন্নতি নজরে পড়ছে। সে দুর্দান্তভাবে তার বোলিংয়ের বৈচিত্র্য গুলিকে ব্যবহার করে। আমার মনে হয় ডেথ ওভারে বোলিং করার ক্ষেত্রে সে দেশের সেরা বোলারদের একজন।’ এবার আরসিবি ভক্তরা চাইবেন তাদের শেষ গ্রূপপর্বের ম্যাচে জ্বলে উঠে দলকে প্লে অফে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক তারকা মিডিয়াম পেসার।

Reetabrata Deb

সম্পর্কিত খবর