বাংলা হান্ট ডেস্কঃ শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) যাকে ক্রিকেটের (Cricket) ভগবান বলে মনে করা হয়, তাঁর নামেই সবচেয়ে বেশি ব্যাটিং রেকর্ড রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় বোলারও শচীনকে ভয় পেতেন এবং তাকে তাঁর সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবেও বিবেচনা করা হতো। কিন্তু গত বছর শচীন নিজে যখন তার সেরা ১১ খেলোয়াড়ের একটি দল গঠন করেছিলেন, তখন তিনি আরও অনেক দুর্দান্ত খেলোয়াড়কে জায়গা দিয়েছিলেন। যদিও এই দল নির্বাচনের ক্ষেত্রে কিছু চমকে দেওয়ার মতো সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি।
শচীন তেন্ডুলকর যেই ভারতীয় খেলোয়াড়দের তাঁর প্লেয়িং ইলেভেনে বেছে নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ, সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলি, হরভজন সিং-এর নাম। শচীন তার সেরা একাদশে ওপেনার হিসেবে ভারতের বীরেন্দ্র সেহওয়াগ এবং সুনীল গাভাস্কারকে জায়গা দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে তৃতীয় স্থানে রেখেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ভিভিয়ান রিচার্ডসকে দলে চার নম্বরে রেখেছেন শচীন।
পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে নিয়েছেন শচীন। একই সঙ্গে ছয় নম্বরে রাখা হয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। শচীন উইকেটরক্ষকের হিসেবে ধোনিকে (Ms Dhoni) বেছে নেননি, বরং সপ্তম স্থানে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকে বেছে নিয়েছেন। আশ্চর্যের বিষয় হল, বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে (Virat Kohli) এই দলে জায়গা দেওয়াটা তিনি ঠিক মনে করেননি।
অস্ট্রেলিয়ার দুর্দান্ত লেগ-স্পিনার শেন ওয়ার্নকে তার তালিকায় অষ্টম স্থানে রেখেছেন শচীন। পাকিস্তানের দুর্দান্ত ফাস্ট বোলার ওয়াসিম আক্রম শচীনের একাদশে নবম স্থানে রয়েছেন। ভারতের স্পিনার হরভজন সিং দশম, অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা শচীনের একাদশের একাদশ স্থানে রয়েছেন।
শচীন তেন্ডুলকর তাঁর সর্বকালের সেরা একাদশে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনিকে বেছে নেননি, যা আশ্চর্যজনক ছিল। আপনাদের বলে দিই যে, ধোনি শচীনের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং শচীনও এই অধিনায়কের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিলেন। একই সঙ্গে শচীনের অনেক রেকর্ডও ভেঙেছেন বিরাট কোহলি।
এক নজরে শচীনের সেরা একাদশ …
বীরেন্দ্র সেহওয়াগ, সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা, ভিভিয়ান রিচার্ডস, জ্যাক ক্যালিস, সৌরভ গাঙ্গুলি, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আক্রম, হরভজন সিং, গ্লেন ম্যাকগ্রা।