বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল (IPL 2023) শেষ। আপাতত বেশ কিছুদিনের জন্য ছুটিতেই থাকবেন সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar)। আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের মেন্টরের দায়িত্বে আছেন। তার অভিভাবকত্বে খারাপ শুরু করেও আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার অবধি গিয়েছিল রোহিত শর্মারা। সেখানে অবশ্য গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল তাদের। বা বলা ভালো শুভমান গিলের (Shubman Gill) কাছে হারতে হয়েছিল তাদের।
আইপিএলে তার ছেলেও এবার মাঠে নেমেছিল। চার ম্যাচ খেলে তিন উইকেট নিয়েছে অর্জুন টেন্ডুলকার। তবে মাঝপথে কুকুরের কামড় খেয়ে তিনি দল থেকে ছিটকে গিয়েছিলেন এবং তারপর আর দলে ফেরা হয়নি তার। তবে তার পারফরম্যান্স প্রশংসা পেয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের।
ছেলে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স দেখে সন্তুষ্ট সচিন টেন্ডুলকার। তাই নিজের পরিবারের জন্য অর্থাৎ সেখানে নিজের ছেলেকেই পরোক্ষভাবে একটি বড় উপহার দিলেন মাস্টার ব্লাস্টার। একটি ৪ কোটি ২২ লক্ষ টাকার গাড়ি কিনে ফেলেছেন প্রাক্তন মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক।
জানা গিয়েছে টেন্ডুলকার পরিবারের এই নতুন গাড়িটি হলো ল্যাম্বরগিনি ইউরাস এস। অত্যাধুনিক এই গাড়িটি আধুনিক সমস্ত ফিচার্স যুক্ত। গাড়িটির ইঞ্জিনটি ৬৬৬ হর্সপাওয়ার সম্পন্ন। শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ তুলতে গাড়িটির সময় লাগে ৩.৫ সেকেন্ড।
সচিন টেন্ডুলকার এর আগেই একাধিক বহুমূল্যবান গাড়ির মালিক। তার কালেকশনে রয়েছে বিএমডব্লিউ সেভেন সিরিজ, বিএমডব্লিউ ফাইভ সিরিজ, বিএমডব্লিউ আই এইটের মতো মডেলগুলি। এবার তার সঙ্গে এক নতুন অত্যাধুনিক মডেল যুক্ত হল।