বাংলা হান্ট নিউজ ডেস্ক: সচিন টেন্ডুলকারকে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে গণ্য করা হয়। তার পরিসংখ্যানই তার হয়ে কথা বলে। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানের মালিক তিনি। খুব স্বাভাবিকভাবেই কোনদিনও নিজের প্রতিভার জন্য টাকার অভাবে ভুগতে হয়নি মাস্টার ব্লাস্টারকে। তো তার সম্পত্তি বা রোজগারের পরিমাণ যদি আপনি শোনেন তাহলে আপনি অবাক হতে বাধ্য হবেন।
প্রায় ১০ বছর হতে চলল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি। কিন্তু আজও বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকায় বেশ ওপরের দিকেই রয়েছেন সচিন। তার বাড়ি পশ্চিম বান্দ্রার পেরি ক্রস রোড। গোটা পরিবার নিয়ে সেখানেই থাকেন কিংবদন্তি ক্রিকেটার। ২০০৭ সালে ৩৯ কোটি টাকা দিয়ে এই বাড়িটি কিনেছিলেন তিনি।
সচিন টেন্ডুলকার একজন ধর্মপ্রাণ ব্যক্তি। তাই ছয় হাজার বর্গফুটের ওপর তৈরি এই বাড়িটি যার বর্তমান দাম ১০০ কোটি টাকার বেশি হলেও আশ্চর্য হওয়ার নেই, সেটির একটি বড় অংশ তিনি উৎসর্গ করেছেন দেবতা এবং মন্দিরের নামে। মন্দির গুলো দেখলেই বোঝা যায় সেগুলি আলাদা করে নির্মাণ করতে কত টাকা খরচা হয়েছে। কিন্তু যার নাম সচিন টেন্ডুলকার তাঁর কাছে এই খরচ এমন বেশি কিছুই না।
এই মুহূর্তে সচিন টেন্ডুলকারের সম্পূর্ণ সম্পত্তির পরিমাণ ১২৪০ কোটি টাকা। বছরে এখনো শচীন প্রায় ৫০ কোটি টাকার কাছাকাছি রোজগার করে থাকেন। আইপিএলে মেন্টরিং বড় বড় আইসিসি টুর্নামেন্ট ধারাভাষ্য এবং আরও নানান ব্র্যান্ড এনডোর্সমেন্ট এর মাধ্যমে একটি বড় অঙ্কের টাকা রোজগার করেন মাস্টার ব্লাস্টার। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা বিরাট কোহলির চেয়েও সচিনের সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা বেশি।