ক্যালিস, জয়সূর্যদের ছাড়িয়ে গিয়েছেন! বিরাট কোহলির সামনে এখন শুধুমাত্র ক্রিকেটের ঈশ্বর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি গতকাল ব্যাট হাতে যে অভূতপূর্ব ইনিংস খেলেছেন তার ঘোর এখনো কাটিয়ে উঠতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। অত্যন্ত ধীরগতিতে শুরু করে যখন ভারতীয় দল চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তখন ধরিস না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা এবং সেই সময় আসবো তো বিপক্ষ বোলিংকে গুলিয়ে দিয়ে দলকে জয় এনে দেওয়ার মতো এমন ব্যাটিং বিরাট কোহলি ছাড়া আধুনিক যুগের খুব বেশি ক্রিকেটার করতে পারেন এমনটা কেউ মনে করেন না।

কাল বিরাট কোহলি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহকের রেকর্ড ভেঙে দিয়েছেন। ৩৭৯৪ রান নিয়ে আপাতত বিরাট কোহলি এই ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু সেই রেকর্ডটি কালকে একমাত্র রেকর্ড নয় যেটা বিরাট কোহলি ভেঙেছেন।

পরিসংখ্যান বলছে বিরাট কোহলি ভারতীয় দলে আসার পর থেকে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৯ বার রান তাড়া করে যেতে সক্ষম হয়েছে। তার মধ্যে সাতটি ইনিংসে তিনি অর্ধশতরান করেছেন। ৮ বার তিনি অপরাজিত ছিলেন। তবে এই সবের থেকেও একটা বড় রেকর্ডের থেকে বিরাট কোহলি ধীরে ধীরে এগিয়ে চলেছেন।

কাল বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৫৯ তম ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। কাল তিনি অতিক্রম করেছেন তারকা কিংবদন্তি শ্রীলঙ্কান ক্রিকেটার সনৎ জয়সূর্যকে। টপকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসকেও। তার সামনে এখন শুধুমাত্র ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকার। মজার ব্যাপার হল বিরাট কোহলি বাদে বাকি যে তিন জনের নাম নেওয়া হল প্রত্যেকেই দক্ষ অলরাউন্ডার। স্বাভাবিকভাবেই তাদের কাছে ম্যাচের সেরা হওয়ার সুযোগ বেশি থাকে। বিরাট কোহলি এই তালিকায় একমাত্র ক্রিকেটার যিনি শুধুমাত্র ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচের সেরা পুরস্কার প্রাপ্ত ক্রিকেটারদের তালিকা:

১. সচিন টেন্ডুলকার (৭৬)
২. বিরাট কোহলি (৫৯*)
৩. সনৎ জয়সূর্য (৫৮)
৪. জ্যাক ক্যালিস (৫৭)

Reetabrata Deb

সম্পর্কিত খবর