বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই বছর আইপিএলে (IPL 2023) শুভমান গিল (Shubman Gill) যে ধারাবাহিকতা দেখিয়েছেন, খুব কম ক্রিকেটার এমনটা দেখাতে পেরেছেন। লিগ পর্বের শেষ দুই ম্যাচে যখন তার দল প্লে অফের যোগ্যতা তখনো তার ব্যাট কথা বলে চলেছিল এবং সর্বোচ্চ স্বরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া ছিল। শেষ ২ ম্যাচে করেছেন অসাধারণ শতরান। কাল বিরাট কোহলির (Virat Kohli) দুর্দান্ত ইনিংসকে ব্যর্থ করে তিনি নিজের দলকে জয় এনে দিয়েছেন।
এর আগে লখনৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে তিনি ৯৪ রানের একটা ইনিংস খেলেছিলেন। অল্পের জন্য সেবার শতরান হাতছাড়া হওয়ায় তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি হতাশ কিনা। তিনি তখন জবাব দিয়েছিলেন যে আরও ৪-৫ ম্যাচ বাকি রয়েছে এবং তিনি আশা করছেন যে এর মধ্যে নিজের শতরান তিনি পেয়ে যাবেন। নিজের সেই দাবিকে সত্যি প্রমাণ করে একটি নয় বরং দুটি শতরান করে দেখিয়েছেন এই তরুণ ভারতীয় ওপেনার।
এরপর কাল সচিন টেন্ডুলকার তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছার পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সকে প্লে অফে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দেওয়ায় তিনি মজার ছলে শুভমান গিলকে ধন্যবাদ জানিয়েছেন। সচিনের কন্যা সারা টেন্ডুলকারের সঙ্গে শুভমন গিলের সম্পর্ক নিয়ে জল্পনা শোনা যায় বহুদিন ধরেই। অনেক নেটিজেন মজা করে বলছেন যে তার দলকে এত বড় সুবিধা করে দেওয়ায় এবার সচিন শুভমানকে নিজের জামাই হিসেবে মেনে নিতে কোনও দ্বিধাবোধ করবেন না।
সচিন টেন্ডুলকার অবশ্য একা শুভমান গিলকে নয়, কাল শতরান করা ক্যামেরন গ্রিন ও বিরাট কোহলিকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, “ক্যামেরন গ্রিন ও শুভমান গিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভালো ব্যাটিং করেছেন। বিরাট কোহলির আশ্চর্যজনক ইনিংসও অসাধারণ ছিল। পর পর দুই ম্যাচে শতরান করার জন্য শুভেচ্ছা। তাদের সকলের ব্যাটিংয়ের নিজস্ব পদ্ধতি ছিল এবং তাদের নিজস্ব ঘরানা ছিল। প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখে খুশি। মুম্বাই এগিয়ে চলো।”
মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফে পৌঁছে গিয়েছে এবং এলিমিনেটরে তারা মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টসের। গৌতম গম্ভীরের পরামর্শাধীন দলটিও এই মুহূর্তে ভালোই ছন্দে রয়েছে। ফলে তাদের লড়াই একেবারেই সহজ হবে না।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা