বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের তৃতীয় চন্দ্র অভিযান চন্দ্রযান-৩ (Chandrayaan-3) আজ নিজের গন্তব্যের দিকে রওনা হল। ভারতীয় সময় দুপুর ২.৩৫ মিনিটে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-৩। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এই মহাকাশযান। উল্লেখ্য, এখনও পর্যন্ত যে সমস্ত দেশ চাঁদে তাদের বিশেষ যান পাঠিয়েছে সেগুলি সবই উত্তর মেরুতে অবতরণ করেছে। কিন্তু চন্দ্রযান-৩ হবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম যান। চন্দ্রযান-৩ মিশন হল ২০১৯ সালে হওয়া ব্যর্থ চন্দ্রযান-২ মিশনের ফলো-আপ অভিযান। এই মিশনে ল্যান্ডারের সফট ল্যান্ডিং ও রোভারকে ভূপৃষ্ঠে চলতে দেখা যাবে, যার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে।
এই মহাকাশযানের সফল উৎক্ষেপণের পর ভারতের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হৃদয়গ্রাহী বার্তা লিখেছেন। তাদের মধ্যে একজন হলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার এবং বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক সচিন টেন্ডুলকার।
৫০ বছর বয়সী কিংবদন্তি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লিখেছেন, “ইসরোর পেলোডগুলি ১.৪ বিলিয়ন ভারতীয়দের স্বপ্ন, গর্ব এবং বিশ্বাস বহন করছে। চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণে আমাদের সকলের হৃদয় গর্বে ফুলে উঠেছে। আমাদের সমস্ত বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের জন্য অভিনন্দন। সমস্ত ভারতীয়দের জন্য একটি স্মরণীয় দিন। জয় হিন্দ!”
ISRO’s payloads carry the dreams, pride and belief of 1.4 billion Indians. Chandrayaan-3 launch swells all our hearts with pride. Congratulations to all our scientists for their untiring efforts. Memorable day for all Indians. Jai Hind! 🇮🇳🚀#Chandrayaan3 pic.twitter.com/VAwTWXAn9y
— Sachin Tendulkar (@sachin_rt) July 14, 2023
ISRO-র চন্দ্রযান-৩ মিশন চাঁদের অজানা তথ্য সংগ্রহ করবে। রাসায়নিক উপাদান এবং জল-মাটির সন্ধান করবে। এছাড়া চাঁদে মূল্যবান ধাতু শনাক্ত করবে চন্দ্রযান-৩। বিশ্বের প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-৩। ISRO-র লক্ষ্য রোভারটিকে চন্দ্রপৃষ্ঠে চালিত করা। চন্দ্রযান-৩ চাঁদে উপস্থিত উপাদানগুলির বৈজ্ঞানিক পরীক্ষাও করবে।
চন্দ্রযান-৩ মিশনে রয়েছে ল্যান্ডার, রোভার। মিশনে অরবিটার অন্তর্ভুক্ত নয়। ল্যান্ডার, রোভার ১৪ দিন সক্রিয় থাকবে। ২৩-২৪ আগস্টের মধ্যে চাঁদে অবতরণের চেষ্টা করা হবে। চন্দ্রযান-৩ এর ওজনের কথা বললে, ল্যান্ডার মডিউলের ওজন ১.৭ টন। প্রপালশনের ওজন প্রায় ২.২ টন। ল্যান্ডারে রাখা রোভারটির ওজন ২৬ কেজি।