ভূস্বর্গে ব্যাটবল খেললেন ক্রিকেটের ভগবান! শেষ শটে করলেন কামাল, ভাইরাল হল শচীনের ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্ক: তিনি “ক্রিকেটের ঈশ্বর”। শুধু তাই নয়, প্রত্যেক ক্রিকেট প্রেমীর মনেই তাঁর জন্য রয়েছে আলাদা এক স্থান। এমতাবস্থায়, তিনি ব্যাট হাতে নিলেই যে তা প্রত্যেকের কাছে বাড়তি আগ্রহ তৈরি করবে তা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমান সময়ে, শচীন (Sachin Tendulkar) তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রায়শই খবরের শিরোনামে থাকেন। পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও (Social Media) অত্যন্ত সক্রিয় থাকেন তিনি। যেখানে, বিভিন্ন আপডেট সহ তিনি কোথায় কোথায় যাচ্ছেন সেই সমস্ত কিছু জানা যায়। এমতাবস্থায়, ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মাস্টার ব্লাস্টার।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এবার তাঁকে সরাসরি ভূস্বর্গের রাস্তায় ব্যাট করতে দেখা গেল। মূলত, গাড়ি থেকে নেমে স্থানীয়দের সাথেই আপনমনে খেলতে শুরু করেন শচীন। পাশাপাশি, ব্যাট করার সময় তাঁর শেষ শটটি অবাক করেছে সবাইকেই। এদিকে ওই সময়, শচীনের সাথে তার স্ত্রী অঞ্জলিকেও দেখা যায়। আর এই সামগ্রিক ভিডিওটিই এবার তুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে: উল্লেখ্য যে, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, শচীন গাড়ি থেকে নেমে রাস্তায় ক্রিকেট খেলা স্থানীয় মানুষদের কাছে বলেন “আমি কি খেলব?” শচীন একথা বলার সাথে সাথেই তাঁরা ক্রিকেটের ভগবানের হাতে ব্যাট তুলে দেন। তারপর একের পর এক দুর্দান্ত শট খেলেন এই কিংবদন্তি।

আরও পড়ুন: ২ মাসের প্রস্তুতি, ৪০ মিটার দীর্ঘ টানেল, দৈনিক চুরি ৭ থেকে ৮,০০০ লিটার তেল! চোরেদের কেরামতিতে অবাক পুলিশ

এদিকে, খেলা শেষের সময় তেন্ডুলকার বলেন, “চলুন শেষ বলটা খেলা যাক”। আর তখনই এক অদ্ভুত কান্ড করেন তিনি। ভিডিওটিতে দেখা গিয়েছে যে, শচীন ব্যাটটিকে উল্টে করে ধরেন। অর্থাৎ, ব্যাটের “হ্যান্ডেল” নীচে থাকে এবং ব্যাটের “টো” থাকে ওপরে। কিন্তু, এইভাবেই ব্যাটের হ্যান্ডেল দিয়ে মাস্টার-ব্লাস্টার খুব সুন্দর কভার ড্রাইভ খেলেন। তবে এই শট খেলার আগে শচীন জানিয়েছিলেন, তাঁকে “আউট করতে হবে।” তারপরেই দুর্দান্ত শট খেলেন তিনি। শচীনের এই শট দেখে সেখানে উপস্থিত লোকজন হাততালি দিয়ে প্রশংসা করেন। এর পরে, তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে খেলা শেষ করে উপস্থিত সবার সাথেই একটি সেলফি তোলেন। পাশাপাশি, ভিডিওটি শেয়ার করার সময় তিনি ক্যাপশনে লিখেছেন, “ক্রিকেট এবং কাশ্মীর: স্বর্গে একটি ম্যাচ।”

আরও পড়ুন: IPL খেলবেন না শামি, চোটের কারণে বাদ গোটা মরশুম থেকেই! ছিটকে যেতে পারেন বিশ্বকাপ থেকেও

১৯৮৯ থেকে ২০১৩ পর্যন্ত ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, শচীন তেন্ডুলকার ১৯৮৯ থেকে ২০১৩ পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। অর্থাৎ তেন্ডুলকারের ২৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ছিল এবং এই সময়ে তিনি ২০০ টি টেস্ট, ৪৬৩ টি ওয়ানডে এবং ১ টি আন্তর্জাতিক T20 ম্যাচ খেলেছেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X