ক্রিকেট থেকে সবকিছু পেলেও এই দুটি না পাওয়ার আক্ষেপ সারা জীবন বয়ে বেড়াচ্ছেন শচীন

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ 24 বছর ধরে ক্রিকেট খেলেছেন সচিন তেন্দুলকার। এই 24 বছরের ক্যারিয়ারে অনেক কিছুই অর্জন করেছেন শচীন। ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান থেকে শুরু করে একশটি শতরান সব কিছুই সচিনের দখলে। ক্রিকেটে এমন কিছু নেই যা সচিনের অধরা। সেই কারণেই শচীনকে ক্রিকেটের ভগবান বলা হয়। এছাড়াও ক্যারিয়ারের একেবারে শেষ লগ্নে এসে বিশ্বকাপও জিতেছেন সচিন, জিতেছেন আইপিএল ট্রফিও। তবুও দুটি গুরুত্বপূর্ণ জিনিস এখন না পাওয়ার আক্ষেপ রয়ে গিয়েছে সচিন তেন্দুলকারের।

এক সাক্ষাৎকারে শচীন টেন্ডুলকার জানিয়েছেন আমার জীবনে দুটি আক্ষেপ রয়েছে। প্রথমত, আমি কোনদিন শুনীল গাভাস্কারের সঙ্গে একই দলের হয়ে খেলার সুযোগ পায়নি। ছোট থেকে সুনীল গাভাস্কারকে দেখে ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মেছে। তবে আমার ক্রিকেটে অভিষেক হওয়ার দু’বছর আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সুনীল গাভাস্কার। তাই সুনীলের সঙ্গে একই দলের হয়ে খেলার আক্ষেপ আমার রয়েই গিয়েছে।

n284921702c47e457ead148406d971862551f5b5e0c5fbe1f4702c4cd409e37c709ee8bdef

শচীনের দ্বিতীয় আক্ষেপটি হল স্যার ভিভ রিচার্ডসের বিরুদ্ধে না খেলা। শচীন জানিয়েছেন, কাউন্টি ক্রিকেটে আমি রিচার্ডসনের বিরুদ্ধে খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে কোনদিন রিচার্ডসনের বিরুদ্ধে আমার খেলা হয়নি। যদিও ভিভ রিচার্ডসনের অবসর নেওয়ার দু-বছর আগে থেকেই আমি খেলছি তাও এই আক্ষেপ আমার রয়েই গিয়েছে।


Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর