শিক্ষক দিবসে গুরু আচরেকরের স্মৃতি চারণ করলেন শচীন টেন্ডুলকার।

শচীন টেন্ডুলকার যাকে বিশ্ব ক্রিকেটের ভগবান বলা হয়। এক সময় যার ব্যাটের উপর ভর করে বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেরিয়েছে ভারতীয় ক্রিকেট দল। একসময় যাকে ছাড়া ভারতীয় ব্যাটিং লাইন আপ ভাবাই যেত না এবার সেই শচীন টেন্ডুলকার আজকের দিনে অর্থাৎ শিক্ষক দিবসের শ্রদ্ধা জানালেন তার বাল্য কোচ রমাকান্ত আচরেকারকে। এদিন টুইটারে তার পুরনো গুরুকে শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করলেন শচিন টেন্ডুলকার সেই সাথে তিনি তার জীবনে গরু রমাকান্ত আচরেকারের ভূমিকার তুলে ধরেন।

এইদিন শচীন টেন্ডুলকার টুইটারে বলেন যে এমন অনেক শিক্ষক আছেন যারা শুধু শিক্ষায় দেননা জীবন মূল্যবোধের মানেটা সঠিকভাবে বুঝিয়ে দেন। আর রমাকান্ত আচরেকার এমনই একজন যিনি শুধু তাকে ক্রিকেট বিষয়ক শিক্ষায় দেননি সেই সাথে জীবন মূল্যবোধের সঠিক মানেটা বুঝিয়ে দিয়েছেন। টেন্ডুলকার জানান রমাকান্ত স্যারের শিক্ষা আমি আজও পর্যন্ত মেনে চলি আমার জীবনের প্রতিটি পদে পদে।

ramakantachrekardies

শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে পাকিস্তানের বিরুদ্ধে 1989 সালে আর তার আগে শচীনের জীবনে দুজন মানুষের বড় ভূমিকা ছিল একজন হলেন তার দাদা অজিত টেন্ডুলকার অপরজন হলেন শচীনের ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকার।

শচীন টেন্ডুলকারের যখন বয়স 9 বছর ছিল তখন তার দাদা অজিত টেন্ডুলকার তাকে নিয়ে গিয়েছিলেন ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকারের কাছে। সেখানে তিনি ধীরে ধীরে ক্রিকেট শেখেন এবং তারপর বিশ্ব ক্রিকেটের দাপিয়ে বেড়ান 24 বছর। আর এই 24 বছরের ক্রিকেট ক্যারিয়ারে শচীন তেন্ডুলকর করেছেন অজস্র রেকর্ড ভেঙে দিয়েছেন বিভিন্ন অনেক বড় বড় রেকর্ড। একমাত্র ক্রিকেটার হিসেবে 200 টি টেস্ট খেলার নজির গড়েছেন। অপরদিকে 100 টি সেঞ্চুরি করে সকলকে অবাক করে দিয়েছেন শচীন টেন্ডুলকার।

শচীন টেন্ডুলকারের সমস্ত রেকর্ড করার পেছনে মূলত যার ভূমিকা ছিল সে হল শচীনের বাল্য কোচ রমাকান্ত আচরেকার। তিনি চলতি বছরেই পরলোক গমন করেছেন। আর তারপরই শচীন টেন্ডুলকার আবেগঘন বার্তায় বলেছিলেন যে রমাকান্ত স্যারের ভূমিকা কোনো শব্দেই প্রকাশ করা যায় না আমার মত হাজার হাজার ক্রিকেটার তৈরি করেছেন উনি এবং ক্রিকেটকে দিয়েছেন এক আলাদা মর্যাদা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর