‘অভিনন্দন দাদি’! বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর সৌরভ গাঙ্গুলিকে শুভেচ্ছাবার্তা পাঠালেন মাষ্টার ব্লাস্টার।

সৌরভ গাঙ্গুলির মুকুটে ফের যুক্ত হল নয়া পালক। ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এখন মহারাজ। বিসিসিআই এর সিংহাসনে বসার পর থেকেই দেশের বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন দাদা। প্রাপ্তন সতীর্থ থেকে শুরু করে বোর্ডের অন্যান্য সদস্য সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন দাদাকে। আর এবার ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার শুভেচ্ছা জানালেন এক সময়ে তার ওপেনিং পার্টনার সৌরভ গাঙ্গুলিকে।

দীর্ঘদিন ধরে ভারতীয় দলে একসাথে খেলেছেন সৌরভ গাঙ্গুলি এবং শচীন টেন্ডুলকার। দাদার অধিনায়কত্বে খেলেছেন শচীন টেন্ডুলকার। তাই প্রাপ্তন সতীর্থ সৌরভ গাঙ্গুলির বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ায় বেশ খুশি শচীন টেন্ডুলকার। মাষ্টার ব্লাস্টারের ভরসা আছে প্রশাসক সৌরভ গাঙ্গুলির উপর।

sourav ganguly reuters fb 1

আর তাই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর টুইট করে সৌরভ গাঙ্গুলিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার। এইদিন টুইট করে শচীন লিখেছেন ” ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য শুভেচ্ছা দাদি, আমার বিশ্বাস তুমি অধিনায়ক হয়ে যেমন ভাবে ভারতীয় দলের হাল সামলে ছিল ঠিক সেই ভাবেই বোর্ড প্রেসিডেন্ট হয়ে ভারতীয় ক্রিকেটের উন্নতি করবে।”

অপরদিকে বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পরেই সৌরভ গাঙ্গুলি সরাসরি জানিয়ে দিয়েছেন যে এবার থেকে ভারতের জুনিয়র ক্রিকেটারদের ওপর বিশেষ নজর দেওয়া হবে, কারণ তারাই হচ্ছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। তাই জুনিয়র ক্রিকেটারদের সমস্ত সুবিধা অসুবিধার কথা জেনে উপযুক্ত ব্যবস্থা নেওয়াই এখন সৌরভ গাঙ্গুলীর প্রধান লক্ষ্য। আর সৌরভ গাঙ্গুলীর এমন চিন্তাভাবনাকে পুরোপুরিভাবে সমর্থন করছেন তার প্রাক্তন সতীর্থ সচিন টেন্ডুলকার।


Udayan Biswas

সম্পর্কিত খবর