‘RRR’-ই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে এগিয়ে দিয়েছে! অবাক করা মন্তব্য সচিন টেন্ডুলকারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া নাগপুর টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা এবং এই দ্বিতীয় দিনের খেলার শেষে ১৪৪ রানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। ভারতের জন্য সবচেয়ে খুশির খবর যেটা হল যে এখনো ক্রিজে অপরাজিত অবস্থায় রয়েছেন দুই অর্ধশতরানকারী অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। রোহিত শর্মা ১২০ রান করে আউট হলেও তারপর টড মার্ফিদের সামলে ভারতের স্কোরকে ৩২১ অবধি নিয়ে এসেছে অক্ষররা।

দেশের মাটিতে শেষ টেস্ট শতরান এসেছিল আজ থেকে ঠিক দু বছর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তারপর সেই বছরই আর একটি মাত্র টেস্ট শতরান করতে পেরেছিলেন ইংল্যান্ডের মাটিতে সেপ্টেম্বর মাসে। তারপর খুব বেশি টেস্ট ফরম্যাটে ম্যাচও খেলেননি। ফলে টেস্ট শতরানের খরা চলছিল। অবশেষে দুই বছর পরে সেই খরা কেটে গেল। আজ নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে নিজের নবম টেস্ট শতরানটি সম্পূর্ণ করলেন রোহিত।

আজ ১৭০ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। মেরেছিলেন ১৪ টি চার ও ২ ছক্কা। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে তিনি তিন ফরম্যাটে শতরান গড়ার রেকর্ডও করলেন। বিশেষ করে অজি অধিনায়ক প্যাট কামিন্সের বিরুদ্ধে তিনি অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করেছেন। যদিও পরে কামিন্সই তাকে আউট করেছেন। উল্টো দিক থেকে উইকেট পড়তে থাকলেও তিনি নিজের বড় রানের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। অত্যন্ত সুন্দর টাইমিংও করছিলেন পেসার, স্পিনার দুই ধরনের বোলারদের বিরুদ্ধেই।

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দিনেই ৫ উইকেট নিয়ে জাদেজা স্বপ্নের প্রত্যাবর্তন করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। আজ অর্ধশতরান করে দ্বিতীয় দিনের শেষে অপরাজিত রয়ে গিয়েছেন তিনি। তার অলরাউন্ড পারফরম্যান্স দেখে আন্দাজ করাই যায় যে ম্যাচের সেরা কে হতে চলেছেন। সেই সঙ্গে এই ম্যাচে পারফরম্যান্স করেছেন রবি অশ্বিনও। বল হাতে ৩ উইকেট নিয়ে ৪৫০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি টেস্টে প্রথম দিনের। এবার তাদের জন্য সুন্দর প্রশংসা ভেসে এলো সচিন টেন্ডুলকারের কাছ থেকে।

রোহিত শর্মার শতরানের পর রোহিত রবীন্দ্র এবং রবিচন্দ্রনের নাম তুলে সচিন বলেন যে ভারতের এই ‘আরআরআর’ ত্রয়ী এই টেস্টে ভারতকে এগিয়ে দিয়েছে। সেই সঙ্গে রোহিত শর্মা যেভাবে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং জাদেজা ও অশ্বিন জুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে যেভাবে ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই ব্যাপারটিরও প্রশংসা করেছেন মাস্টার ব্লাস্টার। সচিনের মুখে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তৈরি এই বিশেষ চলচ্চিত্রের নাম দেখে চমকিত সকলেই।

Reetabrata Deb

সম্পর্কিত খবর