করোনা যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে এই বছর নিজের জন্মদিন পালন করবেন না শচীন তেন্ডুলকার।

করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের সাথে লকডাউন অবস্থায় দিন কাটাচ্ছে ভারতবর্ষ। এই মুহূর্তে গৃহবন্দি অবস্থায় দিন যাপন করতে হচ্ছে সমস্ত ভারতবাসীকে। করোনার জন্য বিশ্বজুড়ে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত ধরনের খেলাধুলা, ভারতেও বন্ধ রয়েছে ক্রিকেট। এমন অবস্থায় ভারতীয় ক্রিকেটাররা গৃহবন্দি অবস্থায় নিজের নিজের পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। এরই মধ্যে আগামীকাল 47 বছর বয়সে পা দিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার, কিন্তু এই মুহূর্তে দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে আগামীকাল নিজের জন্মদিন সেলিব্রেশন করবেন না মাস্টার ব্লাস্টার।

আগামীকাল অর্থাৎ 24 শে এপ্রিল শুক্রবার শচীন টেন্ডুলকারের জন্মদিন। এটি শচীন টেন্ডুলকারের 47 তম জন্মদিন কিন্তু এই বছর জন্মদিনে শচীন টেন্ডুলকার কোনরকম উৎসব পালন করবেন না। তার কারণ এই মুহূর্তে দেশ এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশবাসীর সাথে মন ভালো নেই মাস্টার ব্লাস্টারের। আর সেই কারণেই তিনি এবার তার জন্মদিনে কোনরকম উৎসব পালন করতে চান না।

20392904718882c2a3e8ec176798072159fb77820635206650455322dc1d5fa1831beab5c

কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন যে এই বছর ধুমধাম করে জন্মদিন পালন করার মতো কোনো প্রকার মানসিকতা তার নেই। কারণ সারা বিশ্ব এই মুহূর্তে এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেই সাথে সঙ্কটজনক পরিস্থিতিতে হয়েছে ভারতবর্ষেও। এই মুহূর্তে ভারতবর্ষে টানা এক মাসের বেশি সময় ধরে লকডাউন চলছে, এই পরিস্থিতিতে দেশের অনেক গরিব মানুষ ঠিকমত খেতে পর্যন্ত পারছেন না। সেই কারণে এই মুহূর্তে তার জন্মদিন পালন করা কোনভাবেই সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন মাস্টার ব্লাস্টার। বরং তিনি চান তার জীবনের সুন্দর দিনটিতে করোনার বিরুদ্ধে যারা ক্রমাগত লড়াই করছেন সেই সব স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসনের জন্য প্রার্থনা করতে।

Udayan Biswas

সম্পর্কিত খবর