সচিন কন্যার মুকুটে নতুন পালক! লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি, কত পেলেন সারা?

বাংলা হান্ট ডেস্ক: তারকাদের মতই তারকা সন্তানদের ব্যক্তিগত জীবন নিয়েও আমজনতার কৌতূহল একটু বেশি থাকে। ইদানিংকালে ঠিক তেমনই রীতিমতো সোশ্যাল মিডিয়া সেনজেশন হয়ে উঠেছেন ভারতীয় প্রাক্তন ক্রিকেট তারকা তথা মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) মেয়ে সারা তেন্ডুলকার (Sara Tendulkar)।

তারকা সন্তান হওয়ার সুবাদে হামেশাই শিরোনামে উঠে আসেন তিনি।  ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট তারকা শুভমন গিলের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে একাধিকবার শিরোনামে এসেছেন তিনি। খুব অল্প বয়সেই কলেজের গন্ডি পার করার আগে থেকেই মডেলিং করছেন মিষ্টি।

   

ইস্টাগ্রাম প্রোফাইলে তাঁর ফলোয়ার সংখ্যাও রীতিমতো আকাশছোঁয়া। তবে মডেলিং-এ হাত পাকালেও আজ পর্যন্ত পড়াশোনায় ওকে বিন্দু ফাঁকি দেয়নি সচিন কন্যা। আসলে ছোটো থেকেই নিজের পড়াশোনার ব্যাপারে ভীষণ সিরিয়াস সারা তেন্ডুলকর। সম্প্রতি তাঁর মুকুটে উঠেছে নতুন পালক।

লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পাশ করেছেন সারা। এই ক্ষেত্রে মা অঞ্জলি তেন্ডুকলকরের পদাঙ্ক অনুসরণ করেই ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করেছেন সারা। এদিন সারার এই সাফল্যে বাবা-মা হিসাবে দারুন গর্বিত সচিন-অঞ্জলি।

আরও পড়ুন: কয়লা খনির শ্রমিক ছিলেন মা! কানের কার্পেটে নিজের তৈরী ২০ কেজির গাউন পরে হাঁটলেন ন্যান্সি

এদিন স্বয়ং সচিন তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন , ‘আজ সুন্দর একটা দিন। আজকের দিনে আমাদের মেয়ে ডিসটিংশন নিয়ে ইউসিএলের মেডিসিন ডিপার্টমেন্ট থেকে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশিয়ান নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি হাতে পেল।এই জায়গায় পৌঁছাতে প্রচুর পরিশ্রম করেছে সারা, বাবা-মা হিসাবে আমরা তার সাক্ষী থাকতে পেরে গর্বিত। এটা সহজ ছিল না। তোমার ভবিষ্যতের স্বপ্ন পূরণ হোক। আমরা জানি, তুমি সেগুলো পূরণ করবেই’।

প্রসঙ্গত পুষ্টিবিদ হওয়ার লক্ষ্যেই  এই পড়াশোনা সেরেছেন সচিন কন্যা। তবে সারা কিন্তু এদিন শুধুই মাস্টার্স ডিগ্রির শংসাপত্র হাতে পাননি, সেইসাথে ডিসটিংশন-সহ ইউসিএলের মেডিসিন ডিপার্টমেন্ট থেকে ৭০%-এর বেশি নম্বর পেয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি-ও পেয়েছেন। তবে জীবনের এই বিশেষ দিনে স্টাইলের দিক দিয়েও কোনো অংশে পিছিয়ে ছিলেন না সারা। এদিন তাঁর পরনে ছিল ডিপনেক অফ হোয়াইট প্রিন্টেট ড্রেস।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর