‘তুমি স্বর্গকে আরও সুন্দর করে তুলেছো’, মৃত্যুবার্ষিকীতে শেন ওয়ার্নের উদ্দেশ্যে খোলা চিঠি সচিনের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতবছর ঠিক এই সময়েই স্তব্ধ হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। বিশ্বের সর্বকালের সেরা লেগস্পিনার শেন ওয়ার্ন (Shane Warne) আচমকাই প্রয়াত হয়েছিলেন ঠিক এই তারিখেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসের নিউজ অনুযায়ী জানা গিয়েছিল যে ওয়ার্ন মৃত্যুর সময় থাইল্যান্ডের কোহ সামুইতে ছিলেন। ধারণা করা হয়েছিলে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওয়ার্নের ম্যানেজমেন্ট টিমের এক বিবৃতিতে বলা হয়েছে, কোহ সামুইয়ের একটি ভিলায় শেনকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি।

শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ার হয়ে ৩০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ লেগস্পিনার হিসাবে মানা হয়। অভিজ্ঞ ব্যাটসম্যানরাও তার বোলিংয়ের সামনে নাকানিচোবানি খেতেন। তবে সচিন টেন্ডুলকারের (Sachin Tendulkar) সামনে ওয়ার্নের জাদু হার মানতো। টেস্ট ক্রিকেটে তার নামের পাশে ৭০৮টি উইকেট রয়েছে। পাশাপাশি তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৯৩টি উইকেট নিয়েছেন। আইপিএল প্রথম মরশুমে শেন ওয়ার্নের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস শিরোপা জিতেছিল দুর্দান্তভাবে। অধিনায়ক হিসেবে রাজস্থানকে প্রথম আইপিএল এবং এখনও পর্যন্ত একমাত্র ট্রফিটি উপহার দেন তিনি।

আজ তার মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্ত সচিন টেন্ডুলকার। মাঠের লড়াইয়ে কোনদিন তিনি অস্ট্রেলিয়ার তারকা বোলারকে এক ইঞ্চি জমি ছেড়ে দেননি। ওয়ার্নের বিরুদ্ধে ব্যাটিং করতে এতটাই স্বাচ্ছন্দ্য ছিলেন সচিন, যে অনেকে দাবী করতেন রাত্রিবেলা নাকি স্বপ্নতেও ভারতীয় কিংবদন্তিকে দেখতে পান অস্ট্রেলিয়ার তারকা।

তার মৃত্যুবার্ষিকীর দিনে সচিন লিখেছেন, “মাঠের মধ্যে আমাদের যুদ্ধের অনেক রোমহর্ষক কাহিনী আছে এবং আমরা দুজনেই সেই মুহূর্তগুলো সমান ভাবে উপভোগ করেছি। শুধুমাত্র একজন ক্রিকেটার নয় একজন বন্ধু হিসেবেও আজ আমি তোমার অভাব অনুভব করি। ওয়ার্নি, আমি নিশ্চিত নিজের রস বোধের মাধ্যমে স্বর্গকে তুমি আরও উপভোগ্য জায়গা করে তুলেছ।”

শেন ওয়ার্নকে বিশ্বের সর্বকালের একজন সেরা ক্রিকেটার হিসেবে গণ্য করা হয়। ১৩ই সেপ্টেম্বর ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে জন্ম নেওয়া ওয়ার্ন তার কেরিয়ারে ১৪৫ টি টেস্ট, ১৯৪টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটেও তার নামের পাশে ১৩১৯টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর