লিটনহীন KKR-এর বিরুদ্ধে MI থেকে বাদ পড়লেন রোহিত! দলে এলেন সচিনপুত্র অর্জুন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজও কলকাতার হয়ে প্রথম একাদশে দেখা গেল না লিটন দাস বা জেসন রয়কে। আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, গুরবাজ এবং লকি ফার্গুসনকে নিয়েই মাঠে নেমেছে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে যদি নাইট্রা জিততে না পারে তাহলে বেশ কিছুটা বেকায়দায় পড়বে তারা।

এরই মধ্যে আজ মুম্বাই ইন্ডিয়ান্স একাদশে বেশ কিছুটা চমক রয়েছে। পেটের সমস্যার কারণে আজ অধিনায়ক রোহিত শর্মা মাঠে নামতে পারেননি। তার বদলে সূর্যকুমার যাদব আজ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। আর তার নেতৃত্বেই আজ আইপিএল অভিষেক হল সচিন পুত্র অর্জুন টেন্ডুলকারের।

প্রতিবেদনটি লেখার সময় টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং অর্জুন টেন্ডুলকার প্রথম ওভারটি বল করে মাত্র ৫ রান দিয়েছেন। তার বলে একটি জোরালো এলবিডব্লিউ অ্যাপিলও উঠেছিল গুরবাজের বিরুদ্ধে।

ম্যাচ শুরু হওয়ার পর দ্বিতীয় ওভারে ১ উইকেট হারিয়ে ফেলেছে কেকেআর। ক্যামেরন গ্রিনের শিকার হয়ে ফিরে গিয়েছেন ওপেনার নারায়ণ জগদিশন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর