বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিসিসিআই যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং অর্থবান ক্রিকেট বোর্ড তা নিয়ে দ্বিমত নেই। তার ওপর বর্তমানে ভারতেরই অনেক প্রাক্তন ক্রিকেটার বিসিসিআইয়ের হয়ে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রাক্তন অধিনায়ক এবং বাঁ হাতি তারকা ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের বর্তমান সভাপতি। একসময় ভারতীয় দলে ‘দ্য ওয়াল’ নামে পরিচিত রাহুল দ্রাবিড় বর্তমানে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন। এবার সৌরভ গাঙ্গুলিও ইঙ্গিত দিলেন যে ভারত তথা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সচিন টেন্ডুলকার-ও যুক্ত হতে পারেন ভারতীয় ক্রিকেটের সাথে।
বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ‘সচিনকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, ও যদি ভারতীয় দলের স্বার্থে এগিয়ে আসতে চায় তাহলে তার চেয়ে ভালো কিছু হয় না। এখন দেখতে হবে কিভাবে তাকে অন্তর্ভুক্ত করা যায়। স্বার্থের দ্বন্দ্ব রয়েছে কিনা সেই বিষয়টিও মাথায় রাখতে হবে কারণ সকলেই জানেন সচিন একটি একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত।
সচীন টেন্ডুলকারকে বিশ্বের সেরা ক্রিকেট তারকাদের মধ্যে ওপরের দিকে গণ্য করা হয়ে থাকে। ২৫ বছর ধরে ক্রিকেটের জগতে রাজত্ব করেছেন তিনি, তার এতদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি অবশ্যই ভারতীয় দলকে সাহায্য কর্তর পারবেন। টেস্ট ক্রিকেটে ২০০ টি ম্যাচ খেলা একমাত্র ক্রিকেটার তিনি। দুই ফরম্যাট মিলিয়ে করেছেন ১০০ টি শতরান।
ভারতীয় দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে যেখানে ডিসেম্বরের শেষ দিকে থেকে তাদের মোট তিনটি টেস্ট খেলতে হবে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। এরপর ১৯ শে জানুয়ারি থেকে একদিনের সিরিজ খেলবে ভারত। যদিও সেই দল এখনও ঘোষণা হয়নি। আর রোহিত শর্মা অধিনায়ক থাকবেন কিনা তাও এখনও নিশ্চিত নয়, কারণ এখনও অবধি চোটের কবলে রয়েছেন তিনি।