ভাগ্য খুলল সচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের, সুযোগ পেলেন এই দলে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা তারকা সচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের ভাগ্য খুলে গেল। প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেটে প্রথম শ্রেণীর ম্যাচ খেলার সুযোগ পেলেন অর্জুন। মুম্বাইয়ের রঞ্জি ট্রফি দলে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন অর্জুন টেন্ডুলকার। মাস্টার ব্লাস্টারের পুত্র অর্জুন টেন্ডুলকার ১৩ই জানুয়ারী মহারাষ্ট্রের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে অভিষেক করতে পারেন।

মুম্বাইয়ের রঞ্জি ট্রফি দলের নেতৃত্ব দেওয়া হয়েছে ওপেনার পৃথ্বী শ-কে। প্রথম দুই ম্যাচে মুম্বাই ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন তিনি। এর আগে আইপিএল স্কোয়াডে জায়গা পেলেও প্রথমবারের মতো এবার প্রথমবার প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ পাবেন অর্জুন টেন্ডুলকার। তবে প্রথম দুই ম্যাচের জন্যই দল ঘোষণা করা হয়েছে। মুম্বইয়ের দলকে ১৩ থেকে ১৬ই জানুয়ারি মহারাষ্ট্রের বিরুদ্ধে এবং ২০ থেকে ২৩ শে জানুয়ারি কলকাতার মাটিতে দিল্লির বিরুদ্ধে খেলতে হবে।

prithvishawdc300319 0

এছাড়াও ২০ সদস্যের দলে জায়গা পেয়েছেন বাঁ হাতি তরুণ যশস্বী জয়সওয়াল, মিডল অর্ডারে ভরসা হওয়ার ক্ষমতা রাখা সরফরাজ খান এবং আরমান জোহরি। এছাড়াও আদিত্য তারেকেও মুম্বাইয়ের ফেরত আনা হয়েছে। ভারতের হয়ে একটি একদিনের ম্যাচ এবং ১৩ টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অলরাউন্ডার শিবম দুবেও রঞ্জি ট্রফির জন্য নির্বাচিত হয়েছেন। বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে অভিজ্ঞ ফাস্ট বোলার ধাওয়াল কুলকার্নিকে বেছে নিয়েছে নির্বাচক কমিটি।

গোটা মুম্বাই স্কোয়াডটি অনেকটা এরকম: পৃথ্বী শ (সি), যশস্বী জয়সওয়াল, ড্রু গোমেল, আরমান জাফর, সরফরাজ খান, সচীন যাদব, আদিত্য তারে (উইকেটরক্ষক), হার্দিক তামোর (উইকেটরক্ষক), শিবম দুবে, আমান খান, শামস মুলানি, তনুশ কোতিয়ান, প্রশান্ত সোলাঙ্কি, শশাঙ্ক আত্তারদে , ধাওয়াল কুলকার্নি, মোহিত অবস্থি, প্রিন্স বাদিয়ানি, সিদ্ধার্থ রাউত, রয়স্টন ডায়াস এবং অর্জুন টেন্ডুলকার।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর