বাঙালী TV প্রেমীকদের মাথায় বাজ, বিপুল হারে বাড়তে পারে চ্যানেলের দাম

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরশুম শেষ হতেই বিপাকে পড়তে পারেন দেশবাসী, বিনোদনের মাঝে বাঁধা হয়ে দাঁড়াতে পারে অর্থ। বাড়তে চলেছে টিভি চ্যানেলের (TV channel) দাম। ১ ডিসেম্বর থেকে এই পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Trai)। আর জনপ্রিয় টিভি চ্যানেলের দাম বৃদ্ধির জন্য আদালতকে প্রস্তাব দিয়েছে দ্য ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল ফেডারেশন।

কর্তৃপক্ষ জানিয়ছে, জনপ্রিয় চ্যানেলগুলিকে প্যাকেজ সিস্টেমের বাইরে রেখে পৃথক ভাবে চ্যানেলের দাম আগের থেকে ৩০ থেকে ৫০ শতাংশ বাড়িয়ে দেওয়া হবে। যার ফলে ২০১৯ সাল থেকে টিভি চ্যানেলের দাম যা রয়েছে, তা এবার ৫০ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে।

nguoi tieu dung ngay cang chuong tivi kich thuoc lon hon 1

অন্যদিকে আবার স্টার ইন্ডিয়া, ডিসনি ইন্ডিয়া, সোনি পিকচার্স, জি এন্টারটেনমেন্টের মত বড় সংস্থাগুলো তাঁদের চ্যানেলের নতুন দাম ১৫ থেকে ৩০ টাকার মধ্যে নির্দিষ্ট করেছে। যার ফলে মানুষের প্রথম পছন্দের তালিকায় থাকা চ্যানেলগুলোর দাম এবার বাড়তে চলেছে। যার ফলে বাড়বে প্যাকেজের অঙ্কও। এমনকি কলকাতায় প্রতি চ্যানেল ধার্য করা হয়েছে ১২ টাকা হিসেবে।

কিন্তু কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের সঙ্গে কিছুতেই সহমত পোষণ করতে পারছে না কেবল টিভি অপারেটররা। তাঁরা ধারণা করছে, এভাবে চ্যানেলের দাম বাড়িয়ে দিলে, কমতে পারে গ্রাহক সংখ্যা। কারণ, ২০১৯ সালে যখন টিভি চ্যানেলের দাম ৪০ শতাংশ বেড়েছি, তখনই একটা বড় অংশের গ্রাহকরা তাঁদের সাবস্ক্রিপশন বাতিল করে দিয়েছিলেন।

সেই সূত্র ধরে এগোলে, এবার যদি চ্যানেলের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়, তাহলেও অনেকে লাইন ছেড়ে দিতে পারে। আর এখন যেহেতু অনলাইনের যুগে সবকিছু মানুষের মুঠো ফোনে বন্দী, যার ফলে টিভির প্রতি চাহিদাও কমে যেতে পারে মানুষের।

তাই কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছেন সম্প্রচারকারীরা। যদিও এই বিষয়ে এখনও রায় দেয়নি শীর্ষ আদালত, তবে চলতি মাসের শেষের দিকেই রায় দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Smita Hari

সম্পর্কিত খবর