বাংলা হান্ট ডেস্কঃ সাধারণ বাজেটে বহু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ল । মাথায় হাত মধ্যবিত্র থেকে নিম্ন মধ্যবিত্তের জন্য । সাবান, শ্যাম্পু, সার্ফ সহ বহু দৈনিক জিনিসের দাম বাড়তে চলছে , যা মধ্যবিত্তের জন্য একেবারেই খুশির খবর নয় ।
এদিকে বাজেটের আগেই হিন্দুস্তান ইউনি লিভার, এফএমসিজি কোম্পানি দাম বাড়িয়েছে । তাঁরা ঘোষণা করে দিয়েছেো ধাপে ধাপে দাম বাড়ানো হবে ৬ শতাংশ পর্যন্ত । এই কোম্পানির নামী ব্র্যান্ডের সাবানগুলি হল ডাভ. লাক্স, লাইফবয়, পিয়ার্স, হামাম. লিরিল আর রেক্সোনা ।
অন্যদিকে হিন্দুস্তান লিভারের মুখ্য অর্থ সচিব জানিয়েছেন, গত ৬ মাসে পাম তেলের দাম ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে, এর ফলে জিনিসের দাম ৫ থেকে ৬ শতাংশ বাড়বে ।
অত্থাত্ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার জেরে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ । এবার থেকে বুঝে শুনে ব্যবহার করতে হবে সাবান শ্যাম্পু তেল সার্ফ সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস । ।