মহেশ ভাট-আলিয়া ভাটের ‘সড়ক ২’ ৯৮% নেপোটিস্টিক, মাপল নেপোমিটার!

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর থেকেই ইন্ডাস্ট্রিতে তারকা সন্তান ও বহিরাগতদের নিয়ে ঝামেলা লেগেই রয়েছে। এই ঝামেলার কারনে কার্যত দু ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটিজেনরা। করন জোহর ও তাঁর নেপোটিজম (nepotism) নিয়ে তুমুল ট্রোল, সমালোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
আলিয়া ভাট (alia bhatt), সোনম কাপুর সহ তারকা সন্তানরাও নেটিজেনের ক্ষোভের শিকার হয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন বলিউডে নেপোটিজমের বাড়বাড়ন্তের জন‍্যই কাজ পাচ্ছিলেন না সুশান্ত। কিছুদিন আগেই জানা গিয়েছিল বলিউডের এই স্বজন পোষন রীতিকে মাপতে রীতিমতো ওয়েবসাইট চালু করেছেন সুশান্তের ভগ্নিপতি বিশাল কৃতি। কোনও ছবির নেপথ‍্যে কতটা স্বজন পোষন রয়েছে তার বিচার করে ‘নেপোমিটার’ নামে এই ওয়েবসাইট।

এবার সেই ওয়েবসাইট আলিয়া ভাটের সড়ক ২ ছবিকে ৯৮ শতাংশ নেপোটিস্টিক রেটিং দিল। নেপোমিটার ওয়েবসাইটের কর্ণধাররা জানিয়েছেন, ৫টি বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। প্রযোজনা, পরিচালনা, মুখ‍্য অভিনেতা, সহ অভিনেতা , চিত্রনাট‍্যকার।

দেখা গিয়েছে, এই ছবি পুরোপুরি স্বজন পোষনের ওপরই তৈরি। ছবির চিত্রনাট‍্যকার ও পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া ও পূজা ছবির অভিনেত্রী। অভিনেতা আদিত‍্য রয় কাপুর হলেন প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুরের ভাই। এছাড়াও সঞ্জয় দত্ত ও মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদানও রয়েছেন ছবিতে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন মহেশ ভাটের দাদা মুকেশ ভাট।

793611 aliabhatt maheshbhatt childhood
ওয়েবসাইটের কর্ণধাররা জানিয়েছেন, এই ওয়েবসাইটের মাধ‍্যমে সদ‍্য মুক্তিপ্রাপ্ত বা মুক্তির অপেক্ষায় থাকা বলিউড ছবিগুলি খতিয়ে দেখা হয়। তাপর সিদ্ধান্ত নেওয়া হয় তাতে কতটা স্বজন পোষন আছে। নতুন ও আসল প্রতিভাদের সুযোগ না দিয়ে নেপোটিজমের রীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন‍্যই এই নেপোমিটারের অবতারনা বলে জানিয়েছেন সুশান্তের পরিবার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর