লড়াই শেষ! দীর্ঘদিন অসুস্থতায় ভুগে প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে জীবনযুদ্ধে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন মন্ত্রী সাধন পাণ্ডে। মুম্বাইয়ের একটি হাসপাতালে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ওনার বয়স ছিল ৭১ বছর। চিকিৎসকদের অনেক প্রচেষ্টার পড়েও শেষরক্ষা হল না।

রবিবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধন পাণ্ডের প্রয়াত হওয়ার খবরটি জানান এবং দুঃখপ্রকাশ করেন। মুখ্যমন্ত্রী ট্যুইতে লেখেন, ‘আমাদের প্রবীণ সহকর্মী, দলের নেতা এবং ক্যাবিনেট মন্ত্রী সাধন পান্ডে আজ সকালে মুম্বাইয়ে মারা গিয়েছিনে। দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। এই হারে গভীর ব্যথিত। তাঁর পরিবার, বন্ধুবান্ধব, অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

   

 

মোট ৯ বার বিধায়ক হয়েছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে। প্রথমে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। মানিকতলা কেন্দ্র থেকে পরপর তিনবার জিতে হ্যাট্রিক করেছিলেন সাধনবাবু। বড়তলা কেন্দ্র থেকে ৬বার বিধায়ক হয়েছিলেন তিনি। তিনি ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্বে ছিলেন। এই মন্ত্রকে উনি অনেক নামও কামান।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর