বাংলা হান্ট ডেস্কঃ শাহিনবাগে (Shaheen Bagh) দ্বিতীয় দিন সুপ্রিম কোর্ট (Supreme Court) দ্বারা গঠিত মধ্যস্থতা কমিটির মেম্বার তথা বরিষ্ঠ আইনজীবী সঞ্জয় হেগড়ে আর সাধনা রামচন্দ্রন (Sadhana Ramachandran) প্রদর্শনকারীদের সাথে কথা বলার জন্য পৌঁছায়, কিন্তু কোন সমস্যার সমাধান হয়নি। শাহিনবাগের রাস্তা গত ৬৬ দিন ধরে বন্ধ। প্রধান সড়ককে খোলানর এখনো চেষ্টা জারি আছে, কিন্তু কথা আর এগোচ্ছে না। বরিষ্ঠ আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, এই আন্দোলন একটি নিদর্শন হয়ে গেছে। আর এরই মধ্যে কথা বলার সময় তর্কাতর্কি হওয়া কারণে সাধনা রামচন্দ্রন রেগে যান। উনি আন্দোলনকারীদের বলেন, শান্তিতে কথা না বললে কাল আর আসব না আমি।
সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী সাধনা বলেন, কাল আর আজকে আমরা চেষ্টা করেছি যে এখানে শান্তি বজায় থাকুক, কিন্তু তা হচ্ছে না। আমি কাল আর আসব না। এমন জায়গা খুঁজব, যেখানে শান্তি মতো কথা বলা যায়। কথা বলার জন্য জনা দশেক মহিলা আসুক আর বাকিরা বাইরে থাকুক। সাধনা আরও বলেন, আমি বলেছি যে কাল আসব, আপনারা ডেকেছেন আমরা এসেছি। আমাদের অনেক বুঝে শুনে কথা বলার দরকার।
উনি বলেন, কাল আমি আন্দোলনকারীদের বুঝিয়েছি যে, আপনারা অনেক ইস্যু তুলেছেন, নাগরিকতা আইন আর এনআরসি সমেত সব ইস্যুই আমরা বুঝেছি। আপনাদেরও বোঝা উচিৎ যে, এই দুটি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে।”
Delhi: Sanjay Hegde and Sadhana Ramachandran — mediators appointed by Supreme Court reach Shaheen Bagh. They are here for talks with the protesters for the second day. pic.twitter.com/sXoSoy2Mwm
— ANI (@ANI) February 20, 2020
কথাবার্তার সময় সুপ্রিম কোর্টের তরফ থেকে কথা বলতে আসা সাধনা রামচন্দ্রন রেগে যান। শোনা যাচ্ছে যে, সেখানে উপস্থিত এক প্রদর্শনকারী সুপ্রিম কোর্টে দায়ের আবেদনকেই ভুল বলে আখ্যা দেন। আর এটা শুনেই সাধনা রেগে যান। উনি রেগে বলেন, এখানে কথা বলার মতো পরিস্থিতি নেই, এরকম হলে আমি আর আসব না।