২০১১-তে সচিনকে বিশ্বকাপ উপহার দিতে চিটিং করেছে ICC! ধোনির ভারতকে আক্রমণ প্রাক্তন পাক ক্রিকেটারের 

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই ফরম্যাটে ভারতের বিশ্বজয়ের পর কেটে গিয়েছে ১২ বছর। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে প্রথম দেশ হিসেবে নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ (ODI World Cup 2011) জয়ের কৃতিত্ব অর্জন করেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। ২০২৩ সালে ফের একবার বিসিসিআই দেশের মাটিতে বিশ্বকাপ (ODI World Cup 2023) আয়োজনের দায়িত্ব পেয়েছে। কিন্তু তার আগে ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে আক্রমণ করলেন তখনকার তারকা পাক স্পিনার সৈয়দ আজমল (Saeed Ajmal)।

ভারতীয় দল ২০১১ সালে আয়োজিত বিশ্বকাপে মোহালির মাঠে সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল। সেই ম্যাচে ব্যাট হাতে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন সচিন টেন্ডুলকার। তার ৮৫ রানের ইনিংস টি ভারতকে ২৯ রানের ব্যবধানে জয় পেতে বড় সাহায্য করেছিল। কিন্তু প্রাক্তন পাক স্পিনার মনে করেন যে অত রান অবধি সচিনের পৌঁছানোরই কথা ছিল না।

   

ওই ম্যাচের ১১ তম ওভারে সচিনকে উইকেটের সামনে পেয়ে গিয়েছিলেন আজমল। দ্রুতই তিনি এলবিডব্লিউ অ্যাপিল করেন আম্পায়ারের কাছে। ওই ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকা ইয়ন গুল্ড তার আবেদনের সম্মতি দিয়ে দেন। কিন্তু সচিন টেন্ডুলকার সঙ্গে সঙ্গে রিভিউ চান এবং সেখানে দেখা যায় আজমলের বল স্পিন করে লেগ স্টাম্প মিস করছে।

contro sachin ajmal
সচিনের নট আউটের সেই বিতর্কিত সিদ্ধান্ত

 

দেশে ফিরেও এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন পাক স্পিনার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমি আর মাঠে উপস্থিত আম্পায়ার দুজনেই নিশ্চিত ছিলাম যে সচিন আউট। কিন্তু আশ্চর্যজনকভাবে রিভিউতে দেখা যায় যে বলটি স্পিন করে স্টাম্প মিস করছে। কিন্তু আমার ডেলিভারিটা ছিল আর্ম বল। তাই বলটার সোজা গিয়ে উইকেটে লাগার কথা। জানি না তাদের কি দেখে মনে হয়েছিল যে বলটা অতটা স্পিন করবে।”

তার খেলা সেরা ইনিংসগুলির মধ্যে একটি ছিল না। একাধিকবার তাকে আউট করার সুযোগ পেয়েছিলেন আফ্রিদি। কিন্তু মিসবা উল হক ও আরও অনেকেই তার ক্যাচ ফেলেন বিভিন্ন সময়ে। শেষপর্যন্ত আফ্রিদির হাতে ক্যাচ দিয়েই ড্রেসিংরুমে ফিরেছিলেন মাস্টার ব্লাস্টার। তবে ভারতের বিশ্বকাপ জয়ের অভিযান সেই ইনিংসটি খুবই কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছিল পরবর্তীতে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর