বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) সূচি প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যে। পাঁচই অক্টোবর থেকে ভারতের মাটিতে আরম্ভ হবে টুর্নামেন্টটি। দর্শকদের বহু প্রদক্ষিত ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ওডিআই ম্যাচটি আয়োজিত হবে ১৫ ই অক্টোবর আহমেদাবাদে। ১১ বছর পর ভারতের মাটিতে কোনও ওডিআই ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। ফলে স্বাভাবিকভাবেই সেই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনার পারদ এখন থেকে চড়তে শুরু করে দিয়েছে।
এবার পাকিস্তানের ক্রিকেট দল ভারতের মাটিতে পা রেখেছিল ২০১৬ সালে। সেই সময় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে এসেছিল তারা। কিন্তু সেই সময়ে পাকিস্তান দলের আর বর্তমান পাকিস্তান দল অনেকটাই আলাদা। আসন্ন বিশ্বকাপে অনেক পাক ক্রিকেটারই প্রথমবার ভারত সফরে আসবেন। ভারতের মাটিতে খেলার সুযোগ বাকি কেরিয়ারে আর কতবার পাবেন তারা সেই নিয়ে নিশ্চিত নন কেউই। ফলে নিজেদেরকে উজাড় করে দিতে মরিয়া থাকবেন তারা।
২০১১ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছিল এবং মোহালিতে আয়োজিত সেই ম্যাচে ভারত বেশ বড় ব্যবধানে জয় পেয়েছিল। ধরে নেতৃত্বে সেই জয়ের ২০১২ সালের ডিসেম্বর মাসে শেষ ভারত-পাক সিরিজে লজ্জার হারের মুখোমুখি হতে হয়েছিল ভারতকে। টি-টোয়েন্টি সিরিজ ড্র হলেও। চেন্নাই, কলকাতা ও দিল্লীতে আয়োজিত ওডিআই সিরিজটি ২-১ ফলে জিতেছিলেন মহম্মদ হাফিজরা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ দখল করেছিল পাক দল।
এই সিরিজের শেষ ম্যাচে মাত্র ১৬৭ রান করেও দুর্দান্ত জয় পেয়েছিল ভারত। আর সেদিন ৩৬ রান করে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু এই সিদ্ধান্তে একেবারেই খুশি হননি সেই সময় বিশ্ব ক্রিকেট কাঁপানো তারকা স্পিনার সৈয়দ আজমল। ওই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তারকা অফস্পিনার। তিনি বিশ্বাস করেন সেদিন ম্যাচের ফেরার পুরস্কারটির তিনিই আসল দাবিদার ছিলেন।
এবার অনেকেই প্রশ্ন তুলতে পারেন ম্যাচ হারা সত্বেও একজন পরাজিত দলের ক্রিকেটার কি করে ম্যাচের সেরা পুরস্কার দাবি করতে পারেন! কিন্তু ওই সিরিজের প্রথম ম্যাচেই ভারত হারলেও শতরান করার জন্য ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন ধোনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের হাড়ের পাশাপাশি নিজের ম্যাচের সেরা না হওয়ার আক্ষেপ প্রকাশ করে তিনি বলেছেন, “আমি সেদিন ৫ উইকেটে নিয়েছিলাম। কিন্তু মাত্র ১৮ রান করে এবং দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলা সত্ত্বেও ম্যাচের ফেরার পুরস্কার দেওয়া হয়েছিল ধোনিকে।” ভারতের মাটিতে ম্যাচের সেরা পুরস্কার জিততে না পারে আক্ষেপ যে পাকিস্তানি এই তারকার কোনওদিনও কাটবে না সেটা ভালোই বুঝে গিয়েছে এই বক্তব্য শুনে।