রামমন্দির যখন হয়েছে, তখন লালকেল্লায় গেরুয়া পতাকাও উড়বে! বিস্ফোরক দাবি বিজেপি নেতার

বাংলাহান্ট ডেস্কঃ ভবিষ্যতে তেরঙ্গার জায়গায় গেরুয়া পতাকাই হতে চলেছে দেশের জাতীয় পতাকা। এবার এহেন ইঙ্গিতই দিতে দেখা গেল কর্ণাটকের এক বিজেপি নেতাকে। লালকেল্লায় ভবিষ্যতে গেরুয়া পতাকা উঠবে বলেও দাবি করেন তিনি।

কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে উত্তাল গোটা দেশ। সম্প্রতি কর্নাটকের শিবমোগার একটি সরকারি কলেজে হিজাব বিরোধী বিক্ষোভ চলাকালীন জাতীয় পতাকা খুলে সেখানে গেরুয়া পতাকা লাগিয়ে দেয় উগ্র জাতীয়তাবাদী এবং হিন্দুত্ববাদীরা। এর পরই এই নিয়ে সরব হন কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। শিবকুমারের অভিযোগ খারিজ করতেই এবার মুখ খুললেন এই বিজেপি নেতা।

কর্ণাটকের বর্ষীয়ান বিজেপি নেতা তথা রাজ্যের গ্রামীণ বিকাশ ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ভবিষ্যতে কী কখনও লালকেল্লায় গেরুয়া পতাকা তোলা হবে? আর তার উত্তরেই এহেন বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ‘এখনই না হলেও ভবিষ্যতে কোনো একদিন নিশ্চয়ই হবে।’ তিনি আরও জানান, ‘দেশে হিন্দু বিচার ও হিন্দুত্ব নিয়ে জোর আলোচনা চলছে। একটা সময় ছিল, যখন আমরা বলতাম অযোধ্যায় রামমন্দির হবে। তখন মানুষ আমাদের কথা শুনে হাসতেন৷ আজ সেখানেই বিরাট মন্দির তৈরি হচ্ছে। ঠিক সে ভাবেই ভবিষ্যতে কোনও দিন হয়ত ১০০, ২০০, ৫০০ বছর পর গেরুয়া পতাকা জাতীয় পতাকা হবে’।

নিজের এহেন বক্তব্যের প্রেক্ষিতে যুক্তিও দিয়েছেন ওই নেতা। ‘কয়েক শো বছর আগে রামচন্দ্রের রথের উপর গেরুয়া পতাকাই উড়ত। তখন কি আমাদের দেশে তেরঙ্গা পতাকা ছিল। এখন হয়েছে’। তবে দেশের জাতীয় পতাকাকে সম্মান জানানোর কথাও বলেছেন তিনি। তাঁর মতে, ‘সংবিধান তেরঙ্গাকে জাতীয় পতাকার মর্যাদা দিয়েছে। তাই সবার উচিত তেরঙ্গাকে সম্মান করা। যে জাতীয় পতাকাকে সম্মান করবে না তারা দেশদ্রোহী বলেও উল্লেখ করেছেন ঈশ্বরাপ্পা। তাঁর এহেন বক্তব্যে কার্যতই সমালোচনা এবং জল্পনার ঝড় উঠেছে দেশজুড়ে।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর