প্রয়াত সাহারা কর্তা সুব্রত রায়! ৭৫ বছর বয়সে না ফেরার দেশে ‘সাহারশ্রী’

বাংলা হান্ট ডেস্কঃ একসময় গোটা দেশ কাঁপানো সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতা সুব্রত রায় (Sahara Chairman Subrata Roy) প্রয়াত হলেন। এক সময় স্কুটারে চেপে নোনতা খাবার বিক্রির করা সেই লোকটার নাম ছেয়ে গেল গোটা দেশে। দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তির তালিকায় জ্বলজ্বল করত তাঁর নাম, তবে হঠাৎই সাফল্যের চূড়া থেকে ছিটকে পড়েছিলেন। ৭৫ বছর বয়সে শারীরিক সমস্যাজনিত কারণে প্রয়াত হলেন সারদাকর্তা।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন সাহারা গ্রুপের চেয়ারম্যান। ক্যান্সার, ডায়াবেটিস-সহ একাধিক রোগে জর্জরিত ছিলেন। মুম্বইয়ের একটি কোকিলা বেন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার মুম্বইয়ের সেই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে।

মাইক্রো ফাইনান্স থেকে সংবাদপত্র, আবাসন ব্যবসা মিডিয়া, পরিষেবা, থেকে ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হিসেবে সাহারা গ্রুপ ছিল একটি ‘ব্র্যান্ড’ এক ‘সাম্রাজ্য’। আইপিএলেও দল ছিল। পরিচিত ছিলেন ‘সাহারশ্রী’ নামে। কিন্তু হঠাৎই ২০০২ সালে বদলে যায় সবকিছু।

ব্যবসায়িক সাফল্যের মাঝেই বাজার থেকে মাইক্রো ফাইনান্সের নামে চিটফান্ড সংস্থা তৈরি করে টাকা তোলায় অনিয়মের অভিযোগ ওঠে সাহারা গোষ্ঠীর বিরুদ্ধে। আইনি জটিলতায় পড়েন সুব্রত রায়কে। ২০১৪ সালে জেল হয় সাহারাশ্রী সুব্রত রায়ের। নামী এই ব্যবসায়ীর ঠিকানা হয় তিহাড় জেলে। যদিও পরে ২০১৬ সালে প্যারোলে জেল থেকে মুক্তি পান তিঁনি।

আরও পড়ুন: পার্থ বালু মানিক জীবনকৃষ্ণদের বিশ্বকাপের টিকিট কোথায় যাচ্ছে? কী হচ্ছে সেসব? শুনলে অবাক হবেন

sahara

তারপরও লড়ে গিয়েছেন। শেষ জীবনে বিদ্যুৎচালিত গাড়ির ব্যবসা দেখতেন সাহারাশ্রী সুব্রত রায়। মঙ্গলবার সাহারা ইন্ডিয়া পরিবার তরফে বিবৃতি জারি করে তাঁর মৃত্যুসংবাদ দেওয়া হয়েছে। বলা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে সাহারা ইন্ডিয়া পরিবার তরফে মাননীয় সাহারশ্রী সুব্রত রায় সাহারার প্রয়াণের খবর জানানো হচ্ছে।
একজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ, অনুপ্রেরণাদায়ক নেতা ছিলেন তিঁনি। আজ রাত ১০টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বহুদিন ধরেই হাইপারটেনশন, ডায়াবিটিস এবং মেটাস্টেটিক ক্যানসারে ভুগছিলেন। এদিন হৃদরোগে মৃত্যু হয়। সুব্রত রায়কে হারানোর যন্ত্রণায় শোকস্তব্ধ সাহারা ইন্ডিয়া পরিবার।” বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর