ঠিক যেন চন্দনা বাউড়ি! উত্তরপ্রদেশে সাফাইকর্মীর স্ত্রী হলেন ব্লক প্রধান, স্বপ্ন গ্রামের উন্নয়ন

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি উত্তর প্রদেশের (uttar pradesh) সাহারানপুরের বালিয়াখোড়ার ব্লক প্রধান নির্বাচিত হয়েছেন সোনিয়া (sonia)। এই এলাকারই সাফাই কর্মী সুনীল কুমারের স্ত্রী হলেন সোনিয়া। তবে তাঁরা কোনদিন স্বপ্নেও কল্পনা করতে পারেননি, যে সোনিয়া একদিন ব্লক প্রধান হবেন।

নালহেদা গুর্জার গ্রামের বাসিন্দা সুনীল কুমার, কর্মসূত্রে বালিয়াখোড়ায় সাফাই কর্মীর কাজ করেন। তাঁর স্ত্রী সোনিয়া বিএ পাশ করেছেন। ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে বিডিসি আসনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত হওয়ায়, সেই আসনে প্রতিদ্বন্ধিতা করেছিলেন সুশীলের স্ত্রী সোনিয়া।

bvbvbvb

ব্লক প্রধান পদ তফসিলি জাতির জন্য সংরক্ষণ থাকার কারণে বিজেপি নেতা তথা জেলা পঞ্চায়েত সদস্য মুকেশ চৌধুরী শিক্ষিত সোনিয়াকে বিজেপির তরফ থেকে প্রধান পদের প্রার্থী বানায়। মনোনয়ন জমা দেওয়ার পাশাপাশি ২৬ বছর বয়সী সোনিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্লক প্রধান নির্বাচিত হন।

নিজের এই সাফল্য স্বামী এবং পরিবারের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোনিয়া। ব্লক প্রধানের পদ পেয়ে তাঁর প্রধান ইচ্ছা গ্রামের উন্নয়ন করা। পাশাপাশি সোনিয়া নির্বাচনে জয়লাভ করলেও, সুশীলকে তাঁর চাকরী ছাড়তে না করেছেন সোনিয়া। কারণ তাঁর মত, স্বামীর উপার্জিত অর্থেই সংসার চলে। আর সুশীলও নিজের কাজ ছড়বেন না বলেই জানিয়েছেন।

bjp chandana

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের সোনিয়ার সঙ্গে বাংলার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির অনেক মিল খুঁজে পেয়েছেন অনেকেই। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকার সবথেকে দরিদ্র প্রার্থীদের মধ্যে অন্যতম ছিলেন চন্দনা বাউরি। দারিদ্রতার সঙ্গে লড়াই করে, আজকের দিনে তিনি কিছুটা সুদিনের মুখ দেখলেও, মানুষের সেবা করাটাই নিজের প্রধান কর্তব্য হিসেবে রেখেছেন চন্দনা।

Smita Hari

সম্পর্কিত খবর