বাংলাহান্ট ডেস্কঃ স্কুলের পোশাকে ক্লাসরুমে গেয়েছিলেন ‘বচপন কা প্যায়ার’। আর তারপর থেকেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান সহদেব দির্দো (sahdev dirdo)। খুদের এই গানের ট্রেন্ডে মেতে উঠেছিল নেটিজনরা। কিন্তু এবার সেই সহদেবই পড়লেন দুর্ঘটনার কবলে। ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ঘটনার বিষয়ে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৬ টা নাগাদ ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমা জেলায় বাবার সঙ্গে বাইকে চড়ে যাচ্ছিলেন সহদেব দির্দো। কিন্তু বাইকে চড়লেও, হেলমেট ছাড়াই সওয়ার হয়েছিলেন তিনি। আর তাতেই ঘটে যায় বিপত্তি।
বাইক চালাতে গিয়ে আচমকাই বাইকটি পিছলে যায়। আর তার ফলেই ঘটে দুর্ঘটনা। এই দুর্ঘটনার কবলে পড়ে সহদেবের বাবার মাথায় সামান্য চোট লাগলেও, মাথায় বেশ ভালোই চোট পান সহদেব দির্দো। তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে জগদলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে সহদেবের।
https://twitter.com/Its_Badshah/status/1475837309048082434?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1475837309048082434%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Fcinema%2Fbachpan-ka-pyaar-boy-sahdev-dirdo-injured-in-a-bike-accident%2F
ঘটনার পরবর্তীতে সহদেবকে দ্রুত এবং সেরা চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। অন্যদিকে রাতেই সহদেবের জন্য ট্যুইট করেছিলেন গায়ক বাদশাহও (Badshah)। ট্যুইটে তিনি লেখেন, ‘ওর পাশে আমি আছি, আপনাদের সকলের প্রার্থনার প্রয়োজন। ওর পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখেছি’।