বাংলাহান্ট ডেস্ক: ‘বচপন কা পেয়ার’ (bachpan ka pyaar) গানটি মনে আছে নিশ্চয়ই? ছত্তিশগড়ের বাসিন্দা ছোট্ট সহদেব ডিরডো (sahdev dirdo) রাতারাতি ইন্টারনেট সেনসেশন বনে গিয়েছিল এই গান গেয়ে। বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা একটি রিমিক্সও বানিয়েছিলেন সহদেবকে নিয়ে। তবে তারপর থেকে আর সহদেবের নাম তেমন শোনা যায়নি নেটমাধ্যমে।
সম্প্রতি একটি দুর্ঘটনায় আবারো সংবাদ শিরোনামে উঠে এল ‘বচপন কা পেয়ার’ গায়ক। বাইক দুর্ঘটনার মুখে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছে ছোট্ট সহদেব। খারাপ খবরটি জানিয়েছেন র্যাপার বাদশা। হাসপাতালে তিনি সহদেবকে দেখতে যাচ্ছেন বলেও জানিয়েছেন।
মঙ্গলবার একটি মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় বছর দশের সহদেব। ছত্তিশগড়ের সুকমা জেলায় ঘটেছে এই ঘটনা। বাবার সঙ্গে বাইকে চেপে নিজের গ্রামের দিকে যাচ্ছিল সহদেব। তখনি আচমকা বাইক থেকে পড়ে যায় সে। মাথায় তার গুরুতর চোট লেগেছে বলে জানা যাচ্ছে।
সঙ্গে সঙ্গে তাকে সুকমা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর জগদলপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় সহদেবকে। মঙ্গলবার রাতে টুইটারে বাদশা লেখেন, ‘সহদেবের পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি। এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে সে, হাসপাতালের দিকে যাচ্ছে। আমি ওর পাশেই আছি। সবাই প্রার্থনা করুন।’ সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী, অনেকক্ষণ বাদে জ্ঞান ফেরে সহদেবের।
মাত্র কয়েক লাইনের গান গেয়ে সহদেব সোশ্যাল মিডিয়া তারকা হয়ে গিয়েছিল। মানুষের মুখে মুখে ঘুরেছে তার গান। কিশোর ইতিমধ্যেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর থেকে সংবর্ধনা পেয়ে গিয়েছে। জনপ্রিয় র্যাপার বাদশার সঙ্গেও গান গেয়ে ফেলেছে সহদেব।
খুদের এই সাফল্য খুশি হয়েছিলেন নেটনাগরিকেরাও। শুধু এত ছোট বয়সে লাইমলাইট পাওয়ার পর রানু মণ্ডলের মতো পরিস্থিতি তার যেন না হয় এই কামনাই করেছিলেন তারা। এখন সকলের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুক ছোট্ট সহদেব।