বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই রোহিত কোহলিদের বড় ধাক্কা দিয়েছিল পাকিস্তান। কার্যত বাবরদের অশ্বমেধের ঘোড়া গোটা গ্রুপ পর্ব জুড়েই ছিল অজেয়। ভারত-নিউজিল্যান্ড সহ বাকি তিন দলকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছালো পাকিস্তানকে ট্রফি জয়ের দাবিদার মনে করেছিলেন অনেকেই। কিন্তু বৃহস্পতিবার দুবাইতে সেই স্বপ্নে জল ঢেলে দেয় অস্ট্রেলিয়া।
177 রানের লক্ষ্য তাড়া করতে নেমেও এক ওভার বাকি থাকতেই 5 উইকেটে জয় তুলে নেয় অ্যারন ফিঞ্চের দল। যার জেরে স্বাভাবিকভাবেই এখন ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। তাদের এই হারের পরে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে মারাত্মক ট্রোলিং চলছে। বিশেষত পাকিস্তানের স্টার বোলার হাসান আলী, শাহীন শাহ আফ্রিদিদেরও যথেষ্ট মার খেতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে।
প্রসঙ্গত উল্লেখ্য নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারানোর পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রবল ভাবে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় পাকিস্তানের তারকা জোরে বোলার শাহীন শাহ আফ্রিদি রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কে এল রাহুলের নকল করে বিদ্রুপ করার চেষ্টা করছেন। প্রসঙ্গত রবিবারের সেই ম্যাচে এই তিন ব্যাটসম্যানকেই স্বীকার করেছিলেন শাহীন। তার এই ভিডিওর ভাইরাল হওয়ার পর তেমনভাবে মুখ খোলেননি ভারতীয় সমর্থকরা।
https://twitter.com/sikku1999/status/1458870353397108773?t=bFmAqg9eVu21hy3krLveSw&s=19
#PAKVSAUS#PAKVSAUS
Hello Pakistan fans and #ShaheenShahAfridi especially ,@iShaheenAfridi 😂😂 pic.twitter.com/ToUAxyuQCd— Vaibhavah: (@Main_Vaibhav_) November 11, 2021
কিন্তু অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হারার পরে এই বিষয় নিয়ে ট্রোলিং শুরু করেছেন সমর্থকরা। অনেকেই বলতে শুরু করেছেন যেমন কর্ম তেমন ফল। আবার কেউ কেউ বলছেন নিজের সাফল্যকে কখনও মাথার উপর চরতে দিতে নেই।