ফের চাপে পাকিস্তান! ‘ভারত তোমরা সতর্ক থাকো ‘এই মন্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে বিরাটের প্রশংসায় পঞ্চমুখ আফ্রিদি

 

অমিত সরকার  : আইসিসির ওই ট্যুইটের রিট্যুইটে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি বিরাটের প্রশংসা করে। প্রাক্তন পাক অধিনায়ক রিট্যুইটে লেখে, ‘অভিনন্দন বিরাট কোহলী। তুমি সত্যি একজন মহান ক্রিকেটার। তোমার সাফল্য ব৯জায় থাকুক। বিশ্ব জুড়ে ক্রিকেট অনুরাগীদের এভাবেই আনন্দ দিয়ে যাও।’ ৪ টি চার আর ৩ টি ছয়ে সাজানো বিরাটের অধিনায়কোচিত ইনিংস প্রোটিয়াদের বিরুদ্ধে। এই ইনিংসের সুবাদে বিরাট কোহলী টি ২০ ক্রিকেটেসর্বাধিক রান সংগ্রাহিকের তালিকায় ঢুকে পড়লেন। ব্যাটিং গড় ৫০ পার করে গেছে। সঙ্গে সমস্ত ফর্মাটের ক্রিকেটেই বিরাটের ব্যাটিং গড় পঞ্চাশের ওপরে।

   

viratfb story 647 050417060633

অথচ কিছু দিন আগেআফ্রিদি বলেন, ‘‘ভারত তোমরা সতর্ক থাকো। কারণ পাঠানরা পাকিস্তানের সীমান্ত পাহারা দিচ্ছে।’’ একইসঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের সীমান্তে পাঠানরা পাহারা দিচ্ছে, তাই ভারত সাবধান না হলে মুশকিল।’’ আফ্রিদি নিজেও একজন পাঠান। তাই পাঠানদের প্রশংসা করে বিশ্বজুড়ে বিতর্ক তৈরি ফেললেন আফ্রিদি। সেই সঙ্গে ওই পাক ক্রিকেটারের মনে কি লুকিয়ে রয়েছে সেটাও প্রকাশ্যে চলে এল৷ ভারত-পাক সীমান্তে এখন উত্তেজনা তৈরি হয়েছে৷

সম্পর্কিত খবর