অমিত সরকার
অমিতাভ বচ্চন, শাহরুখ খানসহ অনেক তারকা অভিনেতারা ট্যুইট করে শুভেচ্ছা বার্তা পাঠালেন সংস্থার সমস্ত বিজ্ঞানীদের উদ্দেশ্যে।
শাহরুখ খান টুইটে লেখেন, ‘সব স্বপ্ন সবসময় পূরণ হয় না। এটাও তেমনই। আমরা আজ পারিনি। কাল পারব। আপনারা আমাদের গর্ব।’
প্রসঙ্গত, শুক্রবার রাত ১.৫৫ মিনিটে চাঁদের মাটিতে অবতরণের কথা ছিল চন্দ্রযান ২-এর। কিন্তু চন্দ্রায়ণ ২-এর বিক্রম ল্যান্ডার অবতরণের কয়েক সেকেন্ড আগে গ্রাউন্ড স্টেশনগুলির থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিক্রমের উৎক্ষেপণ হিসেব করে ইসরো যেমন পরিকল্পনা করেছিল সেই উচ্চতাতেই অর্থাৎ ২.১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছেছিল সেই যান।
ইতিহাস তৈরির আগের মুহূর্ত হাতছাড়া ভারতের। তবে তাদের এই প্রচেষ্টাকে দেশবাসী ছোট করে দেখেননি।
চাঁদের পিঠে পা রাখার আগে ২.১ কিলোমিটার দূরত্বেই ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। চাঁদের অন্ধকার দিকের রহস্য উন্মোচনে বেরিয়ে নিজের অন্ধকারে হারিয়ে যায় বিক্রম। দীর্ঘায়িত হয় উদ্বেগের সেই ১৫ মিনিট। কিন্তু ইতিবাচক সাড়া মেলেনি আর। ভোরের দিকে একপ্রকার নিশ্চিত হওয়া যায়, এবারের মতো সাফল্যের চূড়ায় পৌঁছনো হল না ইসরোর। ভারতীয় বিজ্ঞানীদের এই পরিশ্রম আর সাহসকে তখন কুর্নিশ।