বাংলাহান্ট ডেস্ক: কার কোন মন্তব্য যে কখন বিতর্ক সৃষ্টি করবে তা আগে থেকে কেউ বলতে পারে না। উত্তেজনার বশে পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে মন্তব্য করে গোটা দেশে বিতর্কের পরিবেশ সৃষ্টি করেছিলেন প্রাক্তন বিজেপি নেত্রী নুপূর শর্মা। তারপরেই অত্যাচারিত কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit) নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইনি জটিলতায় ফাঁসেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi)।
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ধর্মের নামে হিংসা ছড়ানো বন্ধ করা হোক। পাশাপাশি তিনি এও বলেছিলেন, কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা হয়েছিল তা আর গোরু নিয়ে যাওয়ার জন্য মুসলিমদের উপরে অত্যাচার একই রকম অপরাধ। তাঁর এই মন্তব্য নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছিল। অভিযোগও দায়ের হয়েছিল সাই পল্লবীর বিরুদ্ধে।
এবার একটি ভিডিও বার্তায় বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তিনি বলেন, ধর্মের নামে হিংসা, হানাহানি যে পাপ সেটাই বলতে চেয়েছিলেন তিনি। সাক্ষাৎকার থেকে যে অংশগুলির ভিডিও তুলে ভাইরাল করা হয়েছে সেগুলো অপ্রাসঙ্গিক।
ভিডিও বার্তায় তিনি আরো বলেন, “মনের কথা প্রকাশ করার আগে এবার থেকে আমি দুবার ভাবব। কারণ আমি চিন্তিত যে আবার আমার কথাগুলোর ভুল অর্থ বের করা হবে।” নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন সাই পল্লবী।
বিতর্কিত সাক্ষাৎকারে পল্লবী বলেন, “কাশ্মীরি ফাইলসে দেখানো হয়েছিল কীভাবে সে সময়ে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হয়েছিল। এটাকে যদি ধর্মীয় দ্বন্দ্ব হিসাবে দেখা হয়, তাহলে সম্প্রতি একটি ঘটনা ঘটেছিল যখন একজন মুসলিম ব্যক্তির উপরে গাড়িতে করে গোরু নিয়ে যাওয়ার সময়ে হামলা করা হয়। জয় শ্রী রাম ধ্বনি দিচ্ছিল ওরা। তাহলে ওই সময় আর এই সময়ের মধ্যে পার্থক্য কী হল?”
https://www.instagram.com/tv/Ce8xMmbFQ70/?igshid=YmMyMTA2M2Y=
সাই পল্লবী আরো বলেন, “আমাকে ছোট থেকে শেখানো হয়েছিল দুর্বলদের রক্ষা করতে। নিপীড়িতদের সবসময় রক্ষা করার শিক্ষা পেয়েছি আমি।” সাই পল্লবীর মন্তব্য বিতর্ক উসকে দেয়। অভিনেত্রীর বিতর্কিত বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সহ হায়দ্রাবাদের সুলতান বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল পল্লবীর বিরুদ্ধে।