‘প্রভু শ্রীরাম চিরদিন বীরতা ও ধর্মের প্রতীক’, চরম নিন্দার মুখে মাথা নোয়ালেন সইফ, চাইলেন ক্ষমা

বাংলাহান্ট ডেস্ক: প‍রিচালক ওম রাউতের আগামী ছবি ‘আদিপুরুষ’এ (adipurush) রাবণের চরিত্রে অভিনয় করতে চলেছেন সইফ আলি খান (saif ali khan)। সম্প্রতি এই ছবিতে নিজের চরিত্রটি নিয়ে কিছু মন্তব‍্য করেন অভিনেতা। তিনি জানান, ছবিতে রাবণের মানবিক দিকটি ফুটে উঠবে। এরপরেই তুমুল সমালোচনা শুরু হয় নেটদুনিয়ায়।

এবার চরম ট্রোলের মুখে পড়ে নিজের মন্তব‍্যের সপক্ষে যুক্তি দিলেন সইফ। এর আগে চরিত্রটি নিয়ে তিনি বলেন, “রাক্ষস রাজ রাবণের চরিত্রে অভিনয় বেশ আগ্রহজনক। এছাড়া এই চরিত্রটির মানবিক রূপ আমরা ফুটিয়ে তুলতে চলেছি। লক্ষ্মণ রাবণের বোন সূর্পণখার নাক কেটে দিয়েছিলেন। তাই সীতা মার অপহরণ ও প্রভু রামের সঙ্গে যুদ্ধটা আমরা ন‍্যায়সঙ্গত দেখাবো।”

adipurush 1200
সইফের এই মন্তব‍্যের পর তুমুল নিন্দা শুরু হয় সোশ‍্যাল মিডিয়ায়। বিজেপি নেতা যাম কদম লেখেন, ‘পরিচালক ওম রাউত, আপনি তানাজি বানিয়েছিলেন যেটা সারা বিশ্বে সুপারহিট হয়েছিল কারণ এটা হিন্দুদের গর্ব ও মারাঠা বীরত্বকে প্রতিষ্ঠা করে। কিন্তু যদি আদিপুরুষ রাবণের মানবিক রূপ দেখায় ও সীতা মার অপহরণ ন‍্যায়সঙ্গত দেখানোর চেষ্টা করে তাহলে আমরা তা মানব না।’

এবার নিজের মন্তব‍্যের সপক্ষে সাফাই গাইলেন সইফ। তিনি জানান, কারুর ভাবাবেগে আঘাত দেওয়ার ইচ্ছা তাঁর ছিল না। তাঁর কথায়, “এক সাক্ষাৎকারে আমার মন্তব‍্য নিয়ে বিবাদ শুরু হয়েছে ও কিছু মানুষ ক্ষুণ্ণ হয়েছেন। এমন ইচ্ছা আমার ছিল না। আমি ক্ষমা চেয়ে নিজের মন্তব‍্য ফেরত নিচ্ছি। প্রভু শ্রীরাম চিরদিন বীরতা ও ধর্মের প্রতীক থেকেছেন। আদিপুরুষ দেখাবে কিভাবে খারাপের উপর ভালর জিত হয়।”

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর