লকডাউনে নাপিত হলেন সাইফ আলী খান, তৈমুরের চুল কাটলেন নিজেই! ভাইরাল হল ছবি

বাংলা হান্ট ডেস্কঃ বলিউড (Bollywood) অভিনেতা সাইফ আলী খান (Saif Ali Khan) লকডাউনে ঘরে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। এবং স্ত্রী করিনা কাপুর খান আর ছেলে তৈমুরের (Taimur) সাথে সময় কাটাচ্ছেন। কিছুদি আগে তিনি ছেলে তৈমুরের সাথে পেন্টিং করছিলেন আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। লকডাউনে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিষের দোকা খোলারই অনুমতি দেওয়া হয়েছে। আর সেই কারণে সেলুন আর পার্লার খোলার অনুমতি দেওয়া হয়নি। আর এই কারণে সাইফ নিজেই হেয়ার স্টাইলিস্ট হয়েছেন।

করিনা কাপুর খান নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছে, যেখানে সাইফের এক হাতে কাচি দেখা যাচ্ছে। সাইফ একটি সাদা কুর্তা পড়ে আছে। আর ওনার ঠিক সামনে জুনিয়র নবাব তৈমুর আলী খান বসে আছে, আর তৈমুরের চুল ধরে আছে সাইফ।

করিনা এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, ‘কেউ নিজের চুল কাটাতে চান?” সাইফ আর তৈমুরের এই ছবি খুব কিউট আর এই কারণে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরালও হচ্ছে।

https://www.instagram.com/p/B_r0TPGJ6Eq/?utm_source=ig_embed

ওই ছবি মাত্র চার ঘণ্টায় ৬ লক্ষের বেশি লাইক পেয়েছে। তৈমুরের সব ফ্যান পেজে ওই ছবি শেয়ার করা হচ্ছে। জানিয়ে দিই, তৈমুর আজকাল লকডাউনে সাইফের সাথে খুব মস্তি করছে। কিছুদিন আগে সে, সাইফের সাথে পেইন্টিং করছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর