মড়ার উপর খাঁড়ার ঘা! সুস্থ হয়ে ফিরতেই সম্পত্তি নিয়ে টানাটানি, পৈতৃক ভিটের মালিকানা হারাচ্ছেন সইফ!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের একমাত্র ‘নবাব’ সইফ আলি খান (Saif Ali Khan)। নিজের অভিনয় কেরিয়ারের দৌলতে তো বটেই, পৈতৃক সূত্রেও বিপুল সম্পত্তির অধিকারী তিনি। কিন্তু আদৌ কি সেই সম্পত্তি ভোগ করতে পারবেন সইফ (Saif Ali Khan) বা তাঁর সন্তানরা? কারণ এখন গুঞ্জন শোনা যাচ্ছে, অভিনেতার বিপুল পরিমাণ কুবেরের ধন শেষমেষ সরকারের হাতেই উঠতে চলেছে!

সম্পত্তি বেহাত হতে চলেছে সইফের (Saif Ali Khan)

মধ্যপ্রদেশের ভোপালেই অধিকাংশ সম্পত্তি রয়েছে সইফ (Saif Ali Khan) তথা পতৌদি খান পরিবারের। প্রায় ১৫,০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁদের। কিন্তু এবার গুঞ্জন শোনা যাচ্ছে, এই সম্পত্তি হয়তো বেহাত হয়ে যেতে পারে। আসলে এই ধরণের সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে ২০১৫ সালে যে স্থগিতাদেশ জারি হয়েছিল তা তুলে নেওয়া হয়েছে। আর তারপরেই শত্রু সম্পত্তি আইনের আওতায় পতৌদি পরিবারের এই বিপুল সম্পত্তি সরকারের দখলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Saif ali khan may losss his ancestral property

পতৌদি পরিবারের ইতিহাস: পতৌদি পরিবারের ইতিহাস বলছে, ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের তিন মেয়ে ছিলেন। তাঁদের মধ্যে বড় মেয়ে আবিদা সুলতান দেশভাগের পর ১৯৫০ সালে পাকিস্তানে। ফিরে যান। তবে মেজ মেয়ে সাজিদা সুলতান ভারতে থেকে বিয়ে করেছিলেন নবাব ইফতিকার আলি খান পতৌদিকে। এই সাজিদাই সম্পত্তির আইনি উত্তরাধিকারী হন।

আরো পড়ুন : বদলে গেল সব হিসেব, ‘চিরসখা’কে জায়গা দিতে এই সিরিয়াল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জলসার!

কী বলছে আইন: এদিকে ১৯৬৮ সালের শত্রু সম্পত্তি আইন অনুসারে, দেশভাগের পর যাঁরা পাকিস্তানে চলে গিয়েছেন তাঁদের সম্পত্তি কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করতে পারে। মধ্যপ্রদেশ হাইকোর্টের একটি রায়ের পর থেকেই পতৌদি পরিবারের সম্পত্তি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। জানিয়ে রাখি, এই সাজিদার নাতি হলেন সইফ (Saif Ali Khan)। ২০১৯ সালে আদালত সাজিদাকে পতৌদি পরিবারের উত্তরাধিকারী হিসেবে আইনি স্বীকৃতি দিলেও আবিদার পাকিস্তানে চলে যাওয়াটাও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছিল।

আরো পড়ুন : নায়িকা হিসেবে ডেবিউ করেও ভিলেন হয়েই মন জয়, দীর্ঘদিন পর সিরিয়ালে ফিরলেন সুন্দরী খলনায়িকা

এদিকে সম্প্রতি হাইকোর্টের তরফে জানানো হয়েছে, ২০১৭ সালের সংশোধিত শত্রু আইনের আওতায় একটি বিধিবদ্ধ প্রতিকার রয়েছে। সংশ্লিষ্ট পক্ষকে ৩০ দিনের মধ্যে নিজেদের মত প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ আদালতের তরফে। তবে এখনো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি সইফের পরিবারের তরফে। কিছুদিন আগেই অভিনেতার উপরে হামলার ঘটনা ঘটেছিল। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে না ফিরতেই নতুন সমস্যায় কার্যত চিন্তায় পড়েছে পতৌদি পরিবার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর