রাবণকে আলাউদ্দিন খিলজি বানিয়ে শান্তি হয়নি, এবার হলিউডি ঢঙে ‘মহাভারত’ বানাতে চান সইফ

বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক যেন সইফ আলি খানের (Saif Ali Khan) নামের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে। সদ‍্য ‘আদিপুরুষ’ টিজার বেরিয়েছে। সেখানে সবাই বলাবলি করছে রাবণের প্রথম ঝলক দেখে। আসলে তাঁকে রাবণের থেকেও কোনো মোঘল সম্রাটের মতো বেশি দেখতে লাগছে। নেটিজেনরা কটাক্ষ করছেন, লঙ্কারাজ রাবণ নয়, সইফ আলাউদ্দিন খিলজি সেজেছেন।

টিজার প্রকাশ‍্যে আসার পর থেকেই খিল্লি চলছে এই নিয়ে। কিন্তু সইফ বেপরোয়া। ট্রোল, সমালোচনা এখন আর ছাপ ফেলতে পারে না তাঁর মনে। বরং অভিনেতা জানান, তিনি ‘মহাভারত’ এর উপরে তৈরি কোনো ছবিতে অভিনয় করতে আগ্রহী। দূর্যোধন চরিত্রে অভিনয় করার ইচ্ছা রয়েছে তাঁর।

Adipurush saif
সইফকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর ‘স্বপ্নের চরিত্র’ কোনটা? উত্তরে অভিনেতা জানান, এমন কোনো চরিত্র তাঁর কাছে নেই। যখন যে ছবিতে অভিনয়ের প্রস্তাব বা সুযোগ পান, তিনি তাতেই খুশি থাকেন। তবে মহাভারতের কাহিনি অবলম্বনে তৈরি ছবিতে অভিনয় করার সুপ্ত ইচ্ছার কথাও জানাতে ভোলেননি তিনি।

সইফ বলেন, হলিউড ছবি ‘লর্ড অফ দ‍্য রিংস’ এর মতো করে যদি কেউ ছবিটি বানান তবে তিনি তার অংশ হতে চান। সেটা বলিউডেই হোক বা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। তিনি আরো জানান, সেই ‘কচ্চে ধাগে’ ছবির সময় থেকেই অজয় দেবগণের সঙ্গে এ ব‍্যাপারে আলোচনা করে আসছেন তিনি। তাঁদের প্রজন্মের কাছে এটা স্বপ্নের প্রোজেক্ট। এর জন‍্য বলিউড ও সাউথকে এক করতেও রাজি সইফ।

অন‍্যদিকে আদিপুরুষ নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। বিশেষত সইফের সাজ নিয়েই চাঞ্চল‍্য ছড়াচ্ছে নেটমাধ‍্যমে। লম্বা ঘন দাড়ি, ছোট ছোট চুল আর চোখে সুরমা পরা সইফকে রাবণ তো মনে হচ্ছেই না, বরং আলাউদ্দিন খিলজি বা বাবর বেশি মনে হচ্ছে।

Saif ali

একজন লিখেছেন, সইফকে দেখে ঔরঙ্গজেবের মতো লাগছে না। রাবণের মতো একেবারেই দেখাচ্ছে না। রাবণ উত্তর ভারতের হিন্দু ব্রাহ্মণ ছিলেন। কিন্তু সইফকে দেখে মনে হচ্ছে যেন কোনো ইসলামিক অনুপ্রবেশকারী। আবার কেউ লিখেছেন, রাবণের বদলে রিজওয়ান বানিয়ে দেওয়া হয়েছে সইফকে।

প্রসঙ্গত, গুঞ্জন শোনা যাচ্ছে, প্রায় ৪০০-৪৫০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে আদিপুরুষ। রামের ভূমিকায় প্রভাস ছাড়াও সীতার ভূমিকায় অভিনয় করছেন কৃতি সানন এবং রাবণের ভূমিকায় রয়েছেন সইফ আলি খান। বড়সড় অঙ্কের টাকায় বানানো ছবিটিকে ঘিরে প্রত‍্যাশার পারদ ক্রমেই চড়ছে সিনেপ্রেমীদের। আগামী বছর মুক্তি পাবে আদিপুরুষ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর