আমার পুরস্কার ছিনিয়ে নিয়ে অন‍্য অভিনেতাকে দেওয়া হয়েছিল, বিষ্ফোরক সইফ আলি খান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (bollywood) অ্যাওয়ার্ড শোগুলি (award show) নিয়ে চাঞ্চল‍্যকর মন্তব‍্য করলেন সইফ আলি খান (saif ali khan)। এই সব অ্যাওয়ার্ড শোগুলি আসলে পুরোটাই টাকার খেলা। এদের তামাশা ছাড়া আর কিছু মনে করেন না তিনি। এমনকি এই অ্যাওয়ার্ড শোতেই তাঁর প্রাপ‍্য পুরস্কার ছিনিয়ে নিয়ে অন‍্য এক অভিনেতাকে দেওয়া হয়েছিল, এমন বিষ্ফোরক অভিযোগও করেন সইফ।

সম্প্রতি এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে একের পর এক বোমা ফাটান অভিনেতা। হাম তুম ছবির জন‍্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন সইফ। কিন্তু সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অনেকেই মনে করেন না যে তিনি জাতীয় পুরস্কার পাওয়ার মতো অভিনয় করেন। এমনকি কেরিয়ারের প্রথম দিকে যেসব ছবির জন‍্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি সেই সব অ্যাওয়ার্ডও তিনি পাওয়ার যোগ‍্য নন বলেই মনে করে অনেকে।


তবে তারপর থেকে এত বছরে বারংবার নিজের যোগ‍্যতার প্রমাণ দিয়েছেন সইফ। বলিউডের বিভিন্ন অ্যাওয়ার্ড শো গুলি নিয়েও বিষ্ফোরক তথ‍্য ফাঁস করেছেন তিনি। অভিনেতা বলেন, “একবার আমাকে একটি অ্যাওয়ার্ড শো তে ডাকা হয়েছিল। ওই শোয়ের এক উদ‍্যোক্তা আমাকে বলেন, সেরা অভিনেতার পুরস্কারটা আমাকে দিতে চেয়েছিলেন তারা। কিন্তু এসব শো তে যা হয় তা সবাই জানে। অন‍্য এক অভিনেতার চাপে ওরা আমাকে সেরা অভিনেতার অ্যাওয়ার্ডটা দিতে পারছিলেন না। বদলে আমাকে সেরা কমিক অভিনেতার পুরস্কার দেওয়া হয়।”

তিনি আরো বলেন, “এই সব শো গুলিই টাকার খেলা। আপনি ইচ্ছা করলেই টাকা খরচ ক‍রে কাজও করিয়ে নিতে পারবেন। পুরোটাই তামাশা। শিল্পীর প্রতিভা বিচার এখানে হয় না।” এমনই সপাটে জবাব দেন সইফ।

প্রসঙ্গত, এই মুহূর্তে করিনার সঙ্গে দিল্লিতে রয়েছেন সইফ। শেষবার তাঁকে বড়পর্দায় দেখা গিয়েছিল ‘দিল বেচারা’র একটি ক‍্যামিও চরিত্রে। এরপর প্রভাসের সঙ্গে ‘আদিপুরুষ’ ছবিতে দেখা যাবে সইফ আলি খানকে।

X